Ajker Patrika

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে ঘুমন্ত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে ঘুমন্ত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়ায় এক ব্যবসায়ীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি পরিবর্তনে সহযোগিতা করার অভিযোগে জুতা ব্যবসায়ী কামরুল শেখকে (৪০) বাদ পড়া সভাপতি ও তাঁর সমর্থকেরা কুপিয়ে হত্যা করেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পুরুলিয়া গ্রামের ওই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। 

ব্যবসায়ী কামরুল পুরুলিয়া গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। স্থানীয় চাচুড়ি বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পুরুলিয়া গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন শাহাদত সর্দার। মাসখানেক আগে তাঁকে বাদ দিয়ে একই গ্রামের মো. কিসলু শেখকে সভাপতি নির্বাচিত করেন মুসল্লিরা। সেই ঘটনার জের ধরে গত ২৪ জুন জুমার নামাজের পর কিসলু শেখের সমর্থক সবুর শেখ এবং সাহাদত সর্দারের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে কয়েক দিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল সকাল ৭টার দিকে সাহাদত সর্দারের সমর্থকেরা কিসলু গ্রুপের সমর্থক কামরুল শেখের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। ঘরে ঢুকে ঘুমন্ত কামরুলকে কুপিয়ে হত্যা করে। এ সময় কামরুলের ভাই জাকির শেখ (৫০) ও ইমরুল শেখ (৩৫) এবং চাচাতো ভাই মানসুর শেখ (৪০) ও মঞ্জুর শেখ (৩৪) এবং চাচা সবুর শেখ (৬০) গুরুতর জখম হন। তাঁদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতেই কামরুলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

কামরুলের বোন মাছুরা বেগম বলেন, ‘কামরুল বিদেশে চাকরি করতে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসাসহ সব কাগজপত্র ঠিক করেছিল। হঠাৎ করেই ওরা ঘরের মধ্যে ঢুকে ঘুমন্ত ভাইকে কুপিয়ে খুন করেছে।’

এ ব্যাপারে জানতে চাইলে কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, ‘ঘটনার পর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের চান মিয়া সর্দারের ছেলে জামাল হোসেনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত