কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় রবিউল ইসলাম নামের এক স্কুলশিক্ষক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতের বিভিন্ন সময় ঢাকা, মাদারীপুর এবং কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের মিডিয়া কক্ষে সাংবাদিক সম্মেলনে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান সাংবাদিকদের এসব তথ্য জানান।
গ্রেপ্তার আসামিরা হলেন কুষ্টিয়া ইবি থানার রনজিতপুর এলাকার মোকাদ্দেস আলীর ছেলে মো. দেলবার (৭০), তাঁর ভাই মো. ফিরোজ (৬৫), ফিরোজের ছেলে মো. সবুজ (৩০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সিরামপুর এলাকার রফিউদ্দিনের ছেলে মো. হেলাল (৩৫)।
সংবাদ সম্মেলনে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর পূর্বশত্রুতার জেরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া সদর উপজেলার রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে এ বছরের ৩ জানুয়ারি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের অনুপস্থিতিতেই মামলার ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। এই হত্যাকাণ্ডের পর থেকেই সাত আসামি আত্মগোপনে ছিলেন।
স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান আরও বলেন, রায় ঘোষণার পর থেকেই র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা এই মামলার আসামিদের ধরতে কাজ শুরু করেন। পরে মাদারীপুর র্যাব-০৮ সিপিসি-০৩-এর সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুষ্টিয়ায় রবিউল ইসলাম নামের এক স্কুলশিক্ষক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতের বিভিন্ন সময় ঢাকা, মাদারীপুর এবং কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের মিডিয়া কক্ষে সাংবাদিক সম্মেলনে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান সাংবাদিকদের এসব তথ্য জানান।
গ্রেপ্তার আসামিরা হলেন কুষ্টিয়া ইবি থানার রনজিতপুর এলাকার মোকাদ্দেস আলীর ছেলে মো. দেলবার (৭০), তাঁর ভাই মো. ফিরোজ (৬৫), ফিরোজের ছেলে মো. সবুজ (৩০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সিরামপুর এলাকার রফিউদ্দিনের ছেলে মো. হেলাল (৩৫)।
সংবাদ সম্মেলনে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর পূর্বশত্রুতার জেরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া সদর উপজেলার রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে এ বছরের ৩ জানুয়ারি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের অনুপস্থিতিতেই মামলার ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। এই হত্যাকাণ্ডের পর থেকেই সাত আসামি আত্মগোপনে ছিলেন।
স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান আরও বলেন, রায় ঘোষণার পর থেকেই র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা এই মামলার আসামিদের ধরতে কাজ শুরু করেন। পরে মাদারীপুর র্যাব-০৮ সিপিসি-০৩-এর সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৩ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৪ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২১ দিন আগে