Ajker Patrika

বাগেরহাটে শিক্ষার্থীকে গণধর্ষণ, যুবক গ্রেপ্তার

কচুয়া ও বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে শিক্ষার্থীকে গণধর্ষণ, যুবক গ্রেপ্তার

বাগেরহাটের কচুয়ায় অস্ত্রের মুখে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার বিকেলে নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এই মামলা করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার কচুয়া উপজেলার শাঁখারিকাঠি এলাকা থেকে এজাহার নামীয় আসামি এজাজুল মোল্লাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। 

গ্রেপ্তার হওয়া এজাজুল মোল্লা (২২) কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের কাদের মোল্লার ছেলে। অন্য আসামিরা হলেন একই গ্রামের আজাহার শেখের ছেলে সোহেল শেখ (২২), ইউসুফ শেখের ছেলে টিপু শেখ (২৫) এবং বারেক মোল্লার ছেলে সজিব মোল্লা (২৫)। 

অন্যদিকে উদয়ন বাংলাদেশ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা নির্যাতিতা কিশোরীকে সুচিকিৎসা ও আইনি সহায়তা প্রদান শুরু করেছে। এর নির্বাহী পরিচালক শেখ আসাদ বলেন, এই শিশুটির ওপর যে নির্যাতন হয়েছে তা মধ্যযুগীয় নির্যাতনকে হার মানায়। আমরা সব সময় নির্যাতিত মানুষের পাশে থাকি। সেই ধারাবাহিকতায় আমরা কিশোরীর পরিবারকে সব ধরনের সহযোগিতা করছি। সে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে না ফেরা এবং অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। 

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, নির্যাতনের বিষয়টি জানার পর থেকে পুলিশ অপরাধীদের আটকে কাজ করছে। শুক্রবার সকালে এজাজুল মোল্লা নামের এক যুবককে আটক করেছি আমরা। এ ছাড়া ওই শিক্ষার্থীর বাবা চারজনের নাম উল্লেখ মামলা করেছেন। প্রাথমিক অনুসন্ধানে আমরা ওই চারজনের সম্পৃক্ততা পেয়েছি। অন্য কেউ এর সঙ্গে সম্পৃক্ত আছে কিনা সে বিষয়েও পুলিশ তদন্ত করছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামে ওই শিক্ষার্থীর ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে স্থানীয় চার বখাটে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ওই শিক্ষার্থীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত