Ajker Patrika

ডুমুরিয়ায় পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার

প্রতিনিধি
ডুমুরিয়ায় পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার

ডুমুরিয়া (খুলনা): খুলনার ডুমুরিয়ায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতা ও জুয়াড়ীসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ডুমুরিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো করা হয়েছে।

এস আই হাফিজুর রহমানের নেতৃত্বে ডুমুরিয়া সদর ইউনিয়নের গোলনা এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় গোলনা গ্রামের বাপ্পী খান (২০), মো. ইয়াসিন শেখ (৪০), মহিউদ্দীন শেখ (৩৫), মাহাফুজুর রহমান খান (২০), হেমায়েত খান (২২), আজাদ খান (২৭), শরিফুল ইসলাম শেখ (৩০), রাশেদুল ইসলাম (২৫), আমিনুর রহমান শেখ (২৫), তৈয়েবুর রহমান শেখ (২২), মো. আরিফ খানকে (২২) জুয়া খেলার সরঞ্জাম হিসেবে তাস ও নগদ টাকাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া থানার এস আই শিহাব উদ্দীনের নেতৃত্বে মালতিয়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় চুকনগর এলাকার রফিকুল ইসলাম (৩৪), ইয়াসিন গাজী (২৫), নজরুল ইসলাম (২২), রবিউল ইসলাম (৩০) ও মালতিয়া গ্রামের শাহীন মোড়ল (২৮) গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবাইদুর রহমান জানায়, থানার এস আই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে শাহপুর মধুগ্রাম কলেজের পাশ থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাসানপুর গ্রামের কেসমত আলী সরদারের পুত্র আবু মুসা (২০), আনোয়ার সরদারের পুত্র মহিদুল সরদার (২১) ও মধুগ্রামের আব্দুল জলিলের পুত্র জনি গাজীকে (১৯) গ্রেপ্তার করে।

এ ছাড়া অপর এক অভিযানে আরাজী সাজিয়াড়া গ্রাম থেকে সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আতাউলাহ শেখকে (২৭) গ্রেপ্তার করা হয়।

ওবাইদুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং জুয়া আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত