Ajker Patrika

কুমারখালীতে মরিচখেতে গাঁজা চাষ, চাষি কারাগারে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২২, ২১: ০৬
কুমারখালীতে মরিচখেতে গাঁজা চাষ, চাষি কারাগারে

কুষ্টিয়ার কুমারখালীর একটি মরিচখেত থেকে ৯ ফুট দৈর্ঘ্যের ও ৩৫ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় আসামি করে মিরাজকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বরইচারা ক্যানেলপাড়ার এলাকায় মো. মিরাজ মুন্সীর খেত থেকে গাঁজা জব্দ করা হয়। মরিচখেতে গাঁজা চাষ করার অপরাধে ওই দিন রাতেই কৃষক মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামি মো. মিরাজ মুন্সী চাঁদপুর ইউনিয়নের বরইচারা গ্রামের ক্যানেলপাড়ার মৃত শহিরুল মুন্সীর ছেলে।

পুলিশ জানায়, জমি ইজারা নিয়ে মরিচখেতে গাঁজার চাষ করছেন কৃষক মিরাজ মুন্সী। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই কৃষকের জমিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে খেতে থেকে প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের ও ৩৫ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ বিষয়ে ও ওই কৃষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় কৃষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তাঁর বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়। ওই মামলায় সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত