Ajker Patrika

২২ বছর জেল খেটে মুক্তি পেয়েই মাদক ব্যবসায়

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
২২ বছর জেল খেটে মুক্তি পেয়েই মাদক ব্যবসায়

একটি হত্যা মামলায় ২২ বছর জেল খেটে সম্প্রতি মুক্তি পান বাবলু শেখ (৫১)। প্রায় তিন মাস আগে ছাড়া পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন তিনি। শুরু করেন মাদক ব্যবসা। সাত কেজি গাঁজাসহ আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন বাবলু। 

গত বুধবার (৮ জুন) রাত ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে বাবলু শেখকে সাত কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। 

অতীতে বাবলু শেখ কুষ্টিয়া সদর উপজেলার জগতী এলাকার বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি নন্দনালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের ফুলতলার বাসিন্দা। তাঁর বাবার নাম খজের আলী শেখ।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আকিবুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে সাত কেজি গাঁজাসহ বাবলু শেখকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, একটি হত্যা মামলায় ২২ বছর ৩ মাস ৩ দিন হাজত খেটেছেন। তিন মাস আগে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন।’ 

আকিবুল আরও বলেন, ‘বাবলু শেখ ছোট থেকেই চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মামলা আছে বলে স্বীকারোক্তি দিয়েছেন বাবলু।’

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘সাত কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলা নম্বর ১৭।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত