Ajker Patrika

চুয়াডাঙ্গায় মাদক কারবারির কারাদণ্ড, ৫০ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
Thumbnail image

চুয়াডাঙ্গায় পিরু মিয়া নামের এক মাদক কারবারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা আবাসন থেকে কয়েকটি ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাঁকে আটক করা হয়। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পিরু মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পিরু মিয়া তালতলা আবাসন প্রকল্পের বাসিন্দা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামানসহ অন্যরা পিরু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৫০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন সোবহান আলী। পিরুকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত