শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় ২২ ঘণ্টার ব্যবধানে নির্বাচনী সহিংসতায় জসিম (৩৫) নামে আরও একজনকে হত্যা করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহত জসিম ভাটবাড়িয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে টিপুর সমর্থকেরা জসিম ও মিলনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। এরপর দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, মিলনের অবস্থাও আশঙ্কাজনক।
নিহত ব্যক্তির চাচাতো ভাই মুক্তার হোসেন বলেন, জসিম ও মিলন বাড়ির পাশে দাঁড়িয়েছিল। এমন সময় কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা চালিয়ে মিলন ও জসিমকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়। পরে তাঁদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জসিম মারা যান।
নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান মামুন অভিযোগ করে বলেন, ‘বিদ্রোহী প্রার্থী টিপুর সমর্থকেরা জসিম ও মিলন নামে আমার দুই সমর্থককে ছুরিকাঘাতে জখম করে। এ সময় জসিম নামে আমার এক সমর্থক নিহত হয় এবং মিলনের অবস্থাও আশঙ্কাজনক।’
এ ব্যাপারে জুলফিকার কায়সার টিপুর মোবাইলে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে আমরা একজনকে আটক করেছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে হারান মণ্ডল (৭০) নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় আহত হন আরও ৭ জন। ওই দিন সন্ধ্যায় মাহমুদুল হাসান মামুন ও জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। উত্তেজনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকুপায় ২২ ঘণ্টার ব্যবধানে নির্বাচনী সহিংসতায় জসিম (৩৫) নামে আরও একজনকে হত্যা করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহত জসিম ভাটবাড়িয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে টিপুর সমর্থকেরা জসিম ও মিলনকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। এরপর দুজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, মিলনের অবস্থাও আশঙ্কাজনক।
নিহত ব্যক্তির চাচাতো ভাই মুক্তার হোসেন বলেন, জসিম ও মিলন বাড়ির পাশে দাঁড়িয়েছিল। এমন সময় কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা চালিয়ে মিলন ও জসিমকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়। পরে তাঁদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জসিম মারা যান।
নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান মামুন অভিযোগ করে বলেন, ‘বিদ্রোহী প্রার্থী টিপুর সমর্থকেরা জসিম ও মিলন নামে আমার দুই সমর্থককে ছুরিকাঘাতে জখম করে। এ সময় জসিম নামে আমার এক সমর্থক নিহত হয় এবং মিলনের অবস্থাও আশঙ্কাজনক।’
এ ব্যাপারে জুলফিকার কায়সার টিপুর মোবাইলে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে আমরা একজনকে আটক করেছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে হারান মণ্ডল (৭০) নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় আহত হন আরও ৭ জন। ওই দিন সন্ধ্যায় মাহমুদুল হাসান মামুন ও জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। উত্তেজনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হতাহতের ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫