শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে স্কুলপড়ুয়া শিশুকে (৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাগুরা আদালতে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. ইসরাইল মোল্যা (৫৫)। তিনি উপজেলার হাটবাড়িয়া গ্রামের সেরমত মোল্যার ছেলে এবং মাগুরা সদর উপজেলার বাহারবাগ আবেদীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
ভুক্তভোগীর বাবা জানান, গত শুক্রবার অভিযুক্ত শিক্ষকের বাড়িতে ফ্রিজে রাখা মাছ আনতে তাঁর মেয়েকে পাঠান। এ সময় ওই শিক্ষক তাঁর নিজ কক্ষে ডেকে নিয়ে মুখে গামছা বেঁধে ও গলায় কাঁচি ধরে তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এদিকে মাছ আনতে দেরি হচ্ছে দেখে তাঁর স্ত্রী অভিযুক্ত শিক্ষকের বাড়িতে গিয়ে মেয়ের এমন পরিস্থিতি দেখেন। এ সময় অভিযুক্ত শিক্ষক ভয় পেয়ে মেয়েটিকে ছেড়ে দেন।
পরে ঘটনাটি কাউকে না বলার জন্য ভুক্তভোগী মেয়েটির মা ও বাবাকে ১ লাখ টাকার প্রলোভন দেখিয়ে ব্যর্থ হন। এ ছাড়া বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাগুরা আদালতে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ওই শিক্ষকের বক্তব্য নিতে তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করেও সেটি বন্ধ পাওয়া যায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে।
মাগুরার শালিখায় এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে স্কুলপড়ুয়া শিশুকে (৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাগুরা আদালতে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. ইসরাইল মোল্যা (৫৫)। তিনি উপজেলার হাটবাড়িয়া গ্রামের সেরমত মোল্যার ছেলে এবং মাগুরা সদর উপজেলার বাহারবাগ আবেদীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
ভুক্তভোগীর বাবা জানান, গত শুক্রবার অভিযুক্ত শিক্ষকের বাড়িতে ফ্রিজে রাখা মাছ আনতে তাঁর মেয়েকে পাঠান। এ সময় ওই শিক্ষক তাঁর নিজ কক্ষে ডেকে নিয়ে মুখে গামছা বেঁধে ও গলায় কাঁচি ধরে তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এদিকে মাছ আনতে দেরি হচ্ছে দেখে তাঁর স্ত্রী অভিযুক্ত শিক্ষকের বাড়িতে গিয়ে মেয়ের এমন পরিস্থিতি দেখেন। এ সময় অভিযুক্ত শিক্ষক ভয় পেয়ে মেয়েটিকে ছেড়ে দেন।
পরে ঘটনাটি কাউকে না বলার জন্য ভুক্তভোগী মেয়েটির মা ও বাবাকে ১ লাখ টাকার প্রলোভন দেখিয়ে ব্যর্থ হন। এ ছাড়া বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মাগুরা আদালতে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ওই শিক্ষকের বক্তব্য নিতে তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করেও সেটি বন্ধ পাওয়া যায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে।
রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৩ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫