Ajker Patrika

আমি চোর ধরি, স্যারেরা টাকা নিয়ে ছেড়ে দেয়: বিক্ষুব্ধ হোম গার্ড সদস্য 

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৪: ৪৬
আমি চোর ধরি, স্যারেরা টাকা নিয়ে ছেড়ে দেয়: বিক্ষুব্ধ হোম গার্ড সদস্য 

ভারতের পাঞ্জাবের জলন্ধরে দুর্নীতি এবং থানায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার অভিযোগে রাস্তার মাঝখানে শুয়ে প্রতিবাদ করেছেন এক হোম গার্ড সদস্য। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার এই প্রতিবাদের সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে হোম গার্ডকে বলতে শোনা গেছে, ‘আমি চোর ধরি আর থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘুষ নিয়ে তাদের ছেড়ে দেয়।’

ভিডিওতে এক সহকর্মী পুলিশ রাস্তা ছেড়ে দেওয়ার জন্য হোম গার্ডকে লাথি দিতেও দেখা গেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। জলন্ধরের ভোগপুর এলাকায় পাঠানকোট হাইওয়েতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, হোম গার্ডের কর্মীরা একজনকে আটক করে ভোগপুর থানায় নেয়। গতকাল ওই কর্মী থানায় গিয়ে আটক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে থানার সহকর্মীরা তাঁকে এলোমেলো উত্তর দেন। এতে ক্ষুব্ধ হয়ে হাইওয়েতে গিয়ে বিক্ষোভ করেন ওই হোম গার্ডের কর্মী।

ভোগপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখজিৎ সিং বলেন, ‘ ঝগড়ার ঘটনায় হোম গার্ডের কর্মীরাএক যুবককে থানায় নিয়ে এসেছিলেন। ওই ব্যক্তি জামিনের আবেদন করেছিলেন, যা মঞ্জুর করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।’

মিস্টার সিং আরও দাবি করেছেন, হোম গার্ড জওয়ানকে লাথি মারা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত