Ajker Patrika

আসামে কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত মারা গেল পুলিশ হেফাজতে 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৪: ৩৫
আসামে কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত মারা গেল পুলিশ হেফাজতে 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি পুলিশ হেফাজতে মারা গেছেন। পুলিশের দাবি, আজ শনিবার সকালে ওই অভিযুক্ত পুলিশ হেফাজত থেকে পালানোর সময় মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, আজ শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে অভিযুক্ত তফুজাল ইসলামকে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল সেখানকার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য। পরে সেখান থেকে তফুজাল ইসলাম পুলিশকে ফাঁকি দিয়ে একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে। পরে দুই ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

নগাঁও জেলার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘থানায় জিজ্ঞাসাবাদের পর তাঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল মূলত সেখানে ঠিক কী কী ঘটেছে, সে ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ জানার জন্য। সেখানে নেওয়ার পর সে একজন কনস্টেবলের হাতে থাকা তাঁর হাতকড়া কেড়ে নিয়ে পালিয়ে যায় এবং একটি পুকুরে ঝাঁপ দেয়।’ 

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের একজন কনস্টেবল এ ঘটনায় আহত হয়েছেন। আমরা তদন্ত করে দেখছি সে কীভাবে পালিয়ে যেতে পারল।’ তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, তফুজাল ইসলাম পুলিশের দলটিকে অপর এক অভিযুক্তের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। গতকাল শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের নগাঁও জেলার একটি এলাকায় কে বা কারা রাস্তার পাশে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ফেলে যায়। পরে স্থানীয়রা দশম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। 

স্থানীয়রা জানিয়েছে, কিশোরীটিকে একটি পুকুরের পাশে আধা চেতন অবস্থায় পাওয়া যায়। পাশে তার সাইকেলটিও পড়ে ছিল। অনুমান করা হচ্ছে, কিশোরীটি যখন কোচিং ক্লাস থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিল, তখনই এ ঘটনা ঘটে। আরও জানা গেছে, স্থানীয়রা উদ্ধার করার আগে কিশোরীটি ঘটনাস্থলে প্রায় এক ঘণ্টা যাবৎ পড়ে ছিল। 

 স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কিশোরীটি রাস্তার পাশে পড়ে ছিল। আমরা তার কাছে জানতে চাই কী ঘটেছে। কিন্তু সে ঠিকমতো কথা বলতে পারছিল না। সে কেবল এটুকু জানিয়েছে, তিন কিশোর তাকে ধর্ষণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত