Ajker Patrika

মধ্যরাতে ঢাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মারধরের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
মধ্যরাতে ঢাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মারধরের অভিযোগ

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পেশাদার আলোকচিত্রী সঙ্গে নিয়ে ছবি তুলছিলেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী জিম নাজমুল এসে ছবি তোলার অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে চড়-থাপ্পড় মারা ঘটনা ঘটে। 

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে এ ঘটনা ঘটে। 

একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, রাজু ভাস্কর্যের পাশে একজন তরুণীকে মারধর করতে দেখেছেন তাঁরা। ওই তরুণীর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। কাছে গিয়ে তাঁরা জানতে পারেন, ওই তরুণী তাঁর দুই বন্ধুকে নিয়ে ছবি তুলতে এসেছেন। পরে প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্যরা এসে তাঁর মোবাইল ফেরত দেয়। 

ঘটনার বিষয়ে জানতে চাইলে জিম নাজমুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকা মেডিকেলের ওইদিক থেকে বন্ধুবান্ধব নিয়ে ঘুরে ক্যাম্পাসে এলে দেখি রাজু ভাস্কর্যের পাশে ছবি তুলতেছিলেন ওই মেয়েটি। তখন আমি বলি, আপনি কি অনুমতি নিয়ে ছবি তুলছেন? তখন মেয়েটি আমাকে প্রশ্ন করে, আপনি কে! আমি ক্যাম্পাসের বলে পরিচয় দিই। তখন মেয়েটি আমাকে বলে, এ ক্যাম্পাস আমার বাবার টাকা দিয়ে কিনতে পারব। তখন আমি বলি, কথাগুলো আপনি ক্যামেরার সামনে বলুন। তখন উনি আমাকে “দুই টাকার ফোন নিয়ে বাহাদুরি করিস না” বলে তেড়ে এসে চড়-থাপ্পড় মারেন। পরে কথা-কাটাকাটি হয়।’ 

অভিযোগের বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বলেন, ‘আমি পুরো ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বলেছি। আইনি ব্যবস্থা নিলে বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে বলে জানিয়েছে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ভুক্তভোগী (ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) যদি আইনি সহায়তা চায় তাহলে আমরা যথাযথ প্রক্রিয়ায় সহযোগিতা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত