ঢাবি প্রতিনিধি
মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পেশাদার আলোকচিত্রী সঙ্গে নিয়ে ছবি তুলছিলেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী জিম নাজমুল এসে ছবি তোলার অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে চড়-থাপ্পড় মারা ঘটনা ঘটে।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে এ ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, রাজু ভাস্কর্যের পাশে একজন তরুণীকে মারধর করতে দেখেছেন তাঁরা। ওই তরুণীর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। কাছে গিয়ে তাঁরা জানতে পারেন, ওই তরুণী তাঁর দুই বন্ধুকে নিয়ে ছবি তুলতে এসেছেন। পরে প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্যরা এসে তাঁর মোবাইল ফেরত দেয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে জিম নাজমুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকা মেডিকেলের ওইদিক থেকে বন্ধুবান্ধব নিয়ে ঘুরে ক্যাম্পাসে এলে দেখি রাজু ভাস্কর্যের পাশে ছবি তুলতেছিলেন ওই মেয়েটি। তখন আমি বলি, আপনি কি অনুমতি নিয়ে ছবি তুলছেন? তখন মেয়েটি আমাকে প্রশ্ন করে, আপনি কে! আমি ক্যাম্পাসের বলে পরিচয় দিই। তখন মেয়েটি আমাকে বলে, এ ক্যাম্পাস আমার বাবার টাকা দিয়ে কিনতে পারব। তখন আমি বলি, কথাগুলো আপনি ক্যামেরার সামনে বলুন। তখন উনি আমাকে “দুই টাকার ফোন নিয়ে বাহাদুরি করিস না” বলে তেড়ে এসে চড়-থাপ্পড় মারেন। পরে কথা-কাটাকাটি হয়।’
অভিযোগের বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বলেন, ‘আমি পুরো ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বলেছি। আইনি ব্যবস্থা নিলে বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে বলে জানিয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ভুক্তভোগী (ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) যদি আইনি সহায়তা চায় তাহলে আমরা যথাযথ প্রক্রিয়ায় সহযোগিতা করব।’
মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পেশাদার আলোকচিত্রী সঙ্গে নিয়ে ছবি তুলছিলেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী জিম নাজমুল এসে ছবি তোলার অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে চড়-থাপ্পড় মারা ঘটনা ঘটে।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে এ ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, রাজু ভাস্কর্যের পাশে একজন তরুণীকে মারধর করতে দেখেছেন তাঁরা। ওই তরুণীর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। কাছে গিয়ে তাঁরা জানতে পারেন, ওই তরুণী তাঁর দুই বন্ধুকে নিয়ে ছবি তুলতে এসেছেন। পরে প্রক্টরিয়াল মোবাইল টিমের সদস্যরা এসে তাঁর মোবাইল ফেরত দেয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে জিম নাজমুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকা মেডিকেলের ওইদিক থেকে বন্ধুবান্ধব নিয়ে ঘুরে ক্যাম্পাসে এলে দেখি রাজু ভাস্কর্যের পাশে ছবি তুলতেছিলেন ওই মেয়েটি। তখন আমি বলি, আপনি কি অনুমতি নিয়ে ছবি তুলছেন? তখন মেয়েটি আমাকে প্রশ্ন করে, আপনি কে! আমি ক্যাম্পাসের বলে পরিচয় দিই। তখন মেয়েটি আমাকে বলে, এ ক্যাম্পাস আমার বাবার টাকা দিয়ে কিনতে পারব। তখন আমি বলি, কথাগুলো আপনি ক্যামেরার সামনে বলুন। তখন উনি আমাকে “দুই টাকার ফোন নিয়ে বাহাদুরি করিস না” বলে তেড়ে এসে চড়-থাপ্পড় মারেন। পরে কথা-কাটাকাটি হয়।’
অভিযোগের বিষয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী বলেন, ‘আমি পুরো ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বলেছি। আইনি ব্যবস্থা নিলে বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে বলে জানিয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ভুক্তভোগী (ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) যদি আইনি সহায়তা চায় তাহলে আমরা যথাযথ প্রক্রিয়ায় সহযোগিতা করব।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৪ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৫ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫