Ajker Patrika

কোটালীপাড়ায় স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন স্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৫: ২০
কোটালীপাড়ায় স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন স্ত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলোচিত ফরিদ শেখ (৪০) হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তাঁর স্ত্রী মুক্তা বেগম (৩৫)। আজ বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটিটি জব্দ করা হয়েছে। 

মৃত ফরিদ শেখ উপজেলার কুশলা ইউনিয়নের ধোড়ার গ্রামের ইয়ার আলী শেখের ছেলে। 

এ বিষয়ে ফরিদ শেখের বাবা বলেন, ‘আমার ছেলে ফরিদ ঢাকায় বাবুর্চির কাজ করত। করোনার সময় স্থায়ীভাবে বাড়িতে এসে বসবাস শুরু করে। বাড়িতে আসার পর থেকেই আমার ছেলের সঙ্গে পুত্রবধূর প্রায়ই ঝগড়া হতো। মুক্তা বিভিন্ন সময়ে আমার ছেলেকে হত্যার হুমকি দিত। এ ঘটনায় আমার ছেলে কোটালীপাড়া থানায় একটি জিডিও করেছিল। এখন আমার ছেলের খুনি শনাক্ত হয়েছে। আমরা তার কঠিন শাস্তি চাই।’ 

উপপরিদর্শক বলেন, গত ১৯ জুন দিবাগত রাতে ফরিদ শেখকে তাঁর স্ত্রী বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরদিন ২০ জুন ফরিদ শেখের মা ফাতেমা বেগম বাদী হয়ে মুক্তা বেগম ও তাঁর বাবা সিদ্দিক তালুকদারকে (৬০) আসামি করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিটি জব্দ করা হয়েছেমামলা দায়েরের দিনই আমরা মুক্তা বেগম ও তাঁর বাবাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এরপর আসামিদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত গত মঙ্গলবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের কোটালীপাড়া থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে গতকাল বুধবার মুক্তা বেগম তাঁর স্বামীকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পাশের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটিটি উদ্ধার করা হয়। 

উপপরিদর্শক আরও বলেন, পারিবারিক কলহের জেরে মুক্তা বেগম তাঁর স্বামী ফরিদ শেখকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত