নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে হত্যা করা হয়েছে। কেরানীগঞ্জ থেকে শিমুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের পর আজ বিকেলে ঢাকার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে মারুফ হোসেন বলেন, শিমুর স্বামী নোবেল ও তাঁর বন্ধু ফরহাদকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুর স্বামী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। তবে কীভাবে, কোথায় এবং কী কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা তদন্তের পরে বলা যাবে।
হত্যাকাণ্ডে আর কেউ জড়িত ছিলেন কি না, সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে লাশ গুম করার জন্য গাড়িতে করে তাঁকে কেরানীগঞ্জে ফেলে রাখা হয়। লাশ গুম করার জন্য নোবেলের বন্ধু ফরহাদ ও অন্যরা সহযোগিতা করেছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, সোমবার সকালে সংবাদ পেয়ে তিনিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। পরে শনাক্ত হয় যে মরদেহটি একজন চিত্রনায়িকার। তাঁর নাম রাইমা ইসলাম শিমু। তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন বলেও জানা যায়। পরিচয় জানার পর পুলিশ শিমুর কলাবাগানের বাসভবনে যায়। সেখানে শিমুর স্বামীকে সন্দেহ হলে তাঁকে আটক করে পুলিশ। ফরহাদ নামে নোবেলের এক বন্ধুকেও আটক করা হয়।
পুলিশ সুপার বলেন, তাঁরা মোটামুটি নিশ্চিত, পারিবারিক কলহ ও দাম্পত্য কলহের জেরে স্বামীই শিমুকে খুন করেছেন। এরই মধ্যে কিছু আলামত জব্দ করা হয়েছে। কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। নিহত অভিনেত্রী শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন মামলার এজাহার দাখিল করেছেন।
ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় সোমবার রাতে শিমুর স্বামী শাখাওয়াত আলী নোবেল এবং তাঁর বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্বামী শাখাওয়াত আলী নোবেলের গাড়িটিও জব্দ করা হয়।
স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর গ্রিনরোড এলাকার বাসায় থাকতেন ৪০ বছর বয়সী শিমু। সোমবার কলাবাগান থানায় শিমু নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন তাঁর স্বামী নোবেল। এদিকে সোমবার সকাল ১০টার দিকে কদমতলী এলাকা থেকে শিমুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে হত্যা করা হয়েছে। কেরানীগঞ্জ থেকে শিমুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের পর আজ বিকেলে ঢাকার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে মারুফ হোসেন বলেন, শিমুর স্বামী নোবেল ও তাঁর বন্ধু ফরহাদকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুর স্বামী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। তবে কীভাবে, কোথায় এবং কী কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা তদন্তের পরে বলা যাবে।
হত্যাকাণ্ডে আর কেউ জড়িত ছিলেন কি না, সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে লাশ গুম করার জন্য গাড়িতে করে তাঁকে কেরানীগঞ্জে ফেলে রাখা হয়। লাশ গুম করার জন্য নোবেলের বন্ধু ফরহাদ ও অন্যরা সহযোগিতা করেছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, সোমবার সকালে সংবাদ পেয়ে তিনিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। পরে শনাক্ত হয় যে মরদেহটি একজন চিত্রনায়িকার। তাঁর নাম রাইমা ইসলাম শিমু। তিনি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন বলেও জানা যায়। পরিচয় জানার পর পুলিশ শিমুর কলাবাগানের বাসভবনে যায়। সেখানে শিমুর স্বামীকে সন্দেহ হলে তাঁকে আটক করে পুলিশ। ফরহাদ নামে নোবেলের এক বন্ধুকেও আটক করা হয়।
পুলিশ সুপার বলেন, তাঁরা মোটামুটি নিশ্চিত, পারিবারিক কলহ ও দাম্পত্য কলহের জেরে স্বামীই শিমুকে খুন করেছেন। এরই মধ্যে কিছু আলামত জব্দ করা হয়েছে। কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। নিহত অভিনেত্রী শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন মামলার এজাহার দাখিল করেছেন।
ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় সোমবার রাতে শিমুর স্বামী শাখাওয়াত আলী নোবেল এবং তাঁর বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্বামী শাখাওয়াত আলী নোবেলের গাড়িটিও জব্দ করা হয়।
স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর গ্রিনরোড এলাকার বাসায় থাকতেন ৪০ বছর বয়সী শিমু। সোমবার কলাবাগান থানায় শিমু নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন তাঁর স্বামী নোবেল। এদিকে সোমবার সকাল ১০টার দিকে কদমতলী এলাকা থেকে শিমুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫