Ajker Patrika

ঘরে ৩ জনের রক্তাক্ত মরদেহ, মুমূর্ষু শিশু হাসপাতালে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৪: ০৮
ঘরে ৩ জনের রক্তাক্ত মরদেহ, মুমূর্ষু শিশু হাসপাতালে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের একটি বাড়ি থেকে দুই নারীসহ তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানার পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চার বছরের এক শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

নিহতরা হলেন গৃহবধূ সুমী বেগম (২৫), তাঁর শাশুড়ি জমেলা খাতুন (৬০) এবং অজ্ঞাত যুবক (৩০)। এ ঘটনায় সুমীর ছেলে শাফিকে (৪) মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুমীর স্বামী জয়েন উদ্দীন সৌদি আরবপ্রবাসী। 

নিহত জমেলার আরেক পুত্রবধূ শাহনাজ বেগম জানান, আজ (শনিবার) সকালে তার শাশুড়ি ও জাকে ঘুম থেকে উঠতে দেরি দেখে তিনি ঘরের দরজায় কড়া নাড়েন। ভেতর থেকে তাঁদের কোনো সাড়াশব্দ না পাওয়ায় তিনি বাড়ির অন্যদের ডেকে আনেন। পরে সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপর সুমী ও অজ্ঞাত যুবকের এবং মেঝেতে তাঁর শাশুড়ির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁরা সুমীর চার বছরের ছেলে শাফিকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

পরে খবর পেয়ে ঘাটাইল থানার পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে শ্যালো মেশিনের হ্যান্ডেল, রেঞ্জ ও রড পড়ে থাকতে দেখা যায়। 

নিহত জমেলা খাতুনের ভাই জামির আলী জানান, সুমীর স্বামী জয়েন উদ্দিন সৌদি আরবে এবং ভাশুর জয়নাল আবেদীন কুয়েতপ্রবাসী। তাঁরা পাশাপাশি দুই বাড়িতে থাকেন। সুমীর স্বামী জয়েন উদ্দিন ছুটিতে দেশে এসে তিন মাস আগে ফিরে যান। 

ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা নাকি আত্মহত্যা, সেটা এখনো জানা যায়নি। তদন্ত করে মূল ঘটনা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত