নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে টেকনাফকেন্দ্রিক মাদক পাচার চক্রের চার ডিলারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছয়জনের কাছ থেকে মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফের ডিলার ইব্রাহিম, ইয়াকুব, শামসুল আলম, ঢাকার ডিলার জিবা আক্তার এবং তাঁর দুই সহযোগী তানভীর মাহমুদ ও রবিন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, চক্রটি নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিশেষ অ্যাপস ব্যবহার করে মাদকের ব্যবসা করে আসছিল।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
রাশেদুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা ও মিরপুরের শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ ও ঢাকার চার মাদক ডিলারসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্র বিভিন্ন কৌশলে টেকনাফ থেকে মাদক ঢাকায় এনে ছড়িয়ে দিত।
উপপরিচালক বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—ইব্রাহিম, ইয়াকুব ও শামসুল আলম টেকনাফের মূল হোতা। কয়েকজনের মাধ্যমে মাদক সিন্ডিকেট গড়ে তোলে এই চক্র। তাঁরা অভিনব কৌশলে টেকনাফ থেকে ইয়াবার বড় চালান ঢাকায় এনে ছড়িয়ে দিতেনন। তাঁরা টেকনাফ থেকে মাদক ঢাকায় আনার সময় নিজেরা বহন করতেন না। তাঁদের চক্রের বেশ কয়েকজনকে বহনকারী হিসেবে ব্যবহার করা হতো। ঢাকায় জবা আক্তারের ভাড়া বাসা ব্যবহার করতেন। ব্যবসার নিরাপত্তার স্বার্থে জবা আক্তার পূর্ব শেওড়াপাড়া এলাকায় তিনটি বাসা ভাড়া নেন। বড় চালান নিরাপদে রাখার জন্য এসব বাসা ব্যবহার করা হতো।
মো. রাশেদুজ্জামান বলেন, ‘এই চক্রের কেউ মোবাইল ফোনে সিম ব্যবহার করতেন না। যোগাযোগের গোপনীয়তা রাখতে নিজেদের এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করতেন। এই অ্যাপস ব্যবহার করতে ভিন্ন পরিচয়ে সিম সংগ্রহ করে সেটি দিয়ে পকেট রাউটার হিসেবে ব্যবহার করতেন। এনক্রিপ্টেড অ্যাপস বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।’
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে টেকনাফকেন্দ্রিক মাদক পাচার চক্রের চার ডিলারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছয়জনের কাছ থেকে মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফের ডিলার ইব্রাহিম, ইয়াকুব, শামসুল আলম, ঢাকার ডিলার জিবা আক্তার এবং তাঁর দুই সহযোগী তানভীর মাহমুদ ও রবিন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, চক্রটি নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিশেষ অ্যাপস ব্যবহার করে মাদকের ব্যবসা করে আসছিল।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
রাশেদুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা ও মিরপুরের শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ ও ঢাকার চার মাদক ডিলারসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্র বিভিন্ন কৌশলে টেকনাফ থেকে মাদক ঢাকায় এনে ছড়িয়ে দিত।
উপপরিচালক বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—ইব্রাহিম, ইয়াকুব ও শামসুল আলম টেকনাফের মূল হোতা। কয়েকজনের মাধ্যমে মাদক সিন্ডিকেট গড়ে তোলে এই চক্র। তাঁরা অভিনব কৌশলে টেকনাফ থেকে ইয়াবার বড় চালান ঢাকায় এনে ছড়িয়ে দিতেনন। তাঁরা টেকনাফ থেকে মাদক ঢাকায় আনার সময় নিজেরা বহন করতেন না। তাঁদের চক্রের বেশ কয়েকজনকে বহনকারী হিসেবে ব্যবহার করা হতো। ঢাকায় জবা আক্তারের ভাড়া বাসা ব্যবহার করতেন। ব্যবসার নিরাপত্তার স্বার্থে জবা আক্তার পূর্ব শেওড়াপাড়া এলাকায় তিনটি বাসা ভাড়া নেন। বড় চালান নিরাপদে রাখার জন্য এসব বাসা ব্যবহার করা হতো।
মো. রাশেদুজ্জামান বলেন, ‘এই চক্রের কেউ মোবাইল ফোনে সিম ব্যবহার করতেন না। যোগাযোগের গোপনীয়তা রাখতে নিজেদের এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করতেন। এই অ্যাপস ব্যবহার করতে ভিন্ন পরিচয়ে সিম সংগ্রহ করে সেটি দিয়ে পকেট রাউটার হিসেবে ব্যবহার করতেন। এনক্রিপ্টেড অ্যাপস বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪