Ajker Patrika

উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ যায় দিদারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪১
উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ যায় দিদারের

কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শিলাইদহের কোমরকান্দি বাজারের মোটরসাইকেলের মেকানিক মামুনুর রশিদ ওরফে আশিক (১৮)। পেশায় মেকানিক আশিকের নেশা স্কুলছাত্রীদের রাস্তাঘাটে উত্ত্যক্ত করা। আশিকের কারণে ছাত্রীরা চলার পথে আতঙ্কিত থাকত। মেয়েদের সঙ্গে এমন অন্যায়ের প্রতিবাদ করে দিদারুল ইসলাম (১৬)। এই প্রতিবাদই কাল হলো দিদারের জন্য। নির্মমভাবে তাঁকে বাঁটাল দিয়ে হত্যা করেন আশিকের বড় ভাই আলী ওরফে বাবু বিশ্বাস (২১)। ছোট ভাইয়ের অন্যায় কাজে বাধা না দিয়ে প্রতিবাদকারী দিদারকে হত্যা করে পালিয়ে যান বাবু। 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। 

মুক্তা ধর জানান, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শিলাইদহের কোমরকান্দি বাজারের মোটরসাইকেলের মেকানিক মামুনুর রশিদ ওরফে আশিক (১৮) নামে এক তরুণ রাস্তায় চলাচল করা স্কুলছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করত। মেয়েদের এমন হয়রানির বিষয়টি মানতে পারেনি খোরশেদপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভকেশনালে দশম শ্রেণিতে অধ্যয়নরত দিদারুল ইসলাম (১৬)। সে এলাকার সচেতন ব্যক্তিদের নিয়ে যেকোনো অন্যায়ের প্রতিবাদ করত। এরই ধারাবাহিকতায় আশিক মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদসহ বিভিন্ন বিষয় নিয়ে আশিক ও দিদারের সঙ্গে শত্রুতা চলে আসে। এই শত্রুতার সূত্র ধরে সে তার ভাই আশিকের পক্ষ নিয়ে গত ২৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে প্রতিবাদী দিদারকে বাবুর মালিকানাধীন ‘বাবু ফার্নিচার’ নামের দোকানে ডেকে এনে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। 

সিআইডির এই বিশেষ পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর নিহতের পিতা আবুল হোসেন কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিআইডির এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২১ ফেব্রুয়ারি ফেনী সদর থানার ডাক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলী ওরফে বাবু বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর বাবু নিজের দায় স্বীকার করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত