Ajker Patrika

মতিঝিলে রাসেল হত্যার ঘাতক বন্ধু শাকিল আটক

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: রাজধানীর মতিঝিলের প্রেস কর্মচারী রাসেল হত্যার মূল হোতা বন্ধু শাকিলকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক  খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব বলছে, রাতভর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসময়  শাকিলের কাছে থেকে রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শাকিলের সঙ্গে কথা কাটাকাটি হয় রাসেলের। এক পর্যায়ে শাকিল তাকে ছুরিকাঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। রাত সোয়া ৯টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বন্ধু হৃদয় বলেন, রাসেল ও ঘাতক শাকিল একই প্রেসে কাজ করতেন। সন্ধ্যার পরে দুজনের মধ্যে আরামবাগের স্কুলের সামনে কথা কাটাকাটি হয়। পরে শাকিল কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত