নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরীমণিকে তিন দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বারবার রিমান্ডে নেওয়া এবং জামিন আবেদন না করায় আজ আইনজীবীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পরীমণি। তিনি তাঁদের উদ্দেশে বলেছেন, আপনারা জামিন চান না কেন? জামিন শুনানি করেন।
আজ দুপুর পৌনে ১২টার দিকে পরীমণিকে আদালতে হাজির করা হয়। বিকেল ৩টার দিকে আদালতের কাঠগড়ায় তোলার আগে পর্যন্ত তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী গোলাম মোস্তফা এক প্রতিবেদনে পরীমণিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। প্রতিবেদনে বলা হয়, পরীমণিকে জিজ্ঞাসাবাদ শেষে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করা হচ্ছে। পরীমণি জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। তদন্তে ব্যাঘাত সৃষ্টি হতে পারে।
পরীমণির পক্ষে আজ জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবীরা। জামিনের আবেদন না করায় তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী পরীমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পরীমণির পক্ষে অ্যাডভোকেট মুজিবুর রহমান ও অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে উপস্থিত ছিলেন। কারাগারে পাঠানোর আদেশ হওয়ার পর পরীমণি তাঁর আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা জামিন চান না কেন? জামিন শুনানি করেন। দেখছেন না আমি পাগল হয়ে যাচ্ছি। বারবার রিমান্ড লিখছে, টানাহেঁচড়া করছে। আমার সঙ্গে আপনারা কি কথা বলবেন?’
আদালতের আদেশের পরপরই পরীমণিকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। পরে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
গত বৃহস্পতিবার পরীমণিকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে দুই দফা রিমান্ড শেষে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দিপুকে গত ১৩ আগস্ট আদালতে হাজির করা হয়। ওই দিন রিমান্ডের আবেদন ছিল না। এই দুজনের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত শুনানি শেষে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ১৬ আগস্ট আবার পরীমণিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ১৯ আগস্ট ওই আবেদনের ওপর শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর হয়।
গত ৪ আগস্ট পরীমণিকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করে র্যাব। সঙ্গে আশরাফুল ইসলাম দিপুকেও আটক করা হয়। এজাহার অনুযায়ী তাঁর বাসা থেকে ১৯ বোতল দামি বিদেশি মদ, ৪ গ্রাম আইস মাদক ও ১টি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বং পাইপও উদ্ধার করার কথা জানায় র্যাব।
এ ঘটনায় বনানী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ৫ আগস্ট পরীমণি ও তাঁর সহযোগীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ১০ আগস্ট আবার দুজনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
পরীমণিকে তিন দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বারবার রিমান্ডে নেওয়া এবং জামিন আবেদন না করায় আজ আইনজীবীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পরীমণি। তিনি তাঁদের উদ্দেশে বলেছেন, আপনারা জামিন চান না কেন? জামিন শুনানি করেন।
আজ দুপুর পৌনে ১২টার দিকে পরীমণিকে আদালতে হাজির করা হয়। বিকেল ৩টার দিকে আদালতের কাঠগড়ায় তোলার আগে পর্যন্ত তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী গোলাম মোস্তফা এক প্রতিবেদনে পরীমণিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। প্রতিবেদনে বলা হয়, পরীমণিকে জিজ্ঞাসাবাদ শেষে এই মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করা হচ্ছে। পরীমণি জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। তদন্তে ব্যাঘাত সৃষ্টি হতে পারে।
পরীমণির পক্ষে আজ জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবীরা। জামিনের আবেদন না করায় তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী পরীমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পরীমণির পক্ষে অ্যাডভোকেট মুজিবুর রহমান ও অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে উপস্থিত ছিলেন। কারাগারে পাঠানোর আদেশ হওয়ার পর পরীমণি তাঁর আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা জামিন চান না কেন? জামিন শুনানি করেন। দেখছেন না আমি পাগল হয়ে যাচ্ছি। বারবার রিমান্ড লিখছে, টানাহেঁচড়া করছে। আমার সঙ্গে আপনারা কি কথা বলবেন?’
আদালতের আদেশের পরপরই পরীমণিকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। পরে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
গত বৃহস্পতিবার পরীমণিকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে দুই দফা রিমান্ড শেষে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দিপুকে গত ১৩ আগস্ট আদালতে হাজির করা হয়। ওই দিন রিমান্ডের আবেদন ছিল না। এই দুজনের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত শুনানি শেষে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ১৬ আগস্ট আবার পরীমণিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ১৯ আগস্ট ওই আবেদনের ওপর শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর হয়।
গত ৪ আগস্ট পরীমণিকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করে র্যাব। সঙ্গে আশরাফুল ইসলাম দিপুকেও আটক করা হয়। এজাহার অনুযায়ী তাঁর বাসা থেকে ১৯ বোতল দামি বিদেশি মদ, ৪ গ্রাম আইস মাদক ও ১টি এলএসডি ব্লট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বং পাইপও উদ্ধার করার কথা জানায় র্যাব।
এ ঘটনায় বনানী থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। ৫ আগস্ট পরীমণি ও তাঁর সহযোগীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ১০ আগস্ট আবার দুজনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫