প্রতিনিধি, কেরানীগঞ্জ
কেরানীগঞ্জে পৃথক তিনটি অভিযানে ১৯ হাজার ৬৪৫ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ ও ৭২০ ক্যান বিয়ারসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. নাসির উদ্দিন (২৮), মো. মফিজুল ইসলাম ওরফে কুট্টি (২৮), মো. হাসান আলী (৪৫), মো. জুয়েল (৩৫) ও মো. সগির (৩৮)।
র্যাব-১০ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কেরানীগঞ্জের বন্দডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২ পিস ইয়াবা ও ২টি মোবাইল জব্দ করা হয়। এ সময় মো. নাসির উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান চালিয়ে ৯ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ মো. মফিজুল ইসলাম ওরফে কুট্টি (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২টি মোবাইল ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কেরানীগঞ্জের দেওশুর প্রজেক্ট গলি এলাকায় অভিযান চালিয়ে ৭২০ ক্যান বিয়ার ও ৪ লিটার বিদেশি মদসহ মো. হাসান আলী (৪৫), মো. জুয়েল (৩৫) ও মো. সগির (৩৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি মোবাইল ও নগদ ১০ হাজার জব্দ করা হয়েছে।
মেজর ওবায়দুর রহমান আরও বলেন, এসব ঘটনায় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
কেরানীগঞ্জে পৃথক তিনটি অভিযানে ১৯ হাজার ৬৪৫ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ ও ৭২০ ক্যান বিয়ারসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. নাসির উদ্দিন (২৮), মো. মফিজুল ইসলাম ওরফে কুট্টি (২৮), মো. হাসান আলী (৪৫), মো. জুয়েল (৩৫) ও মো. সগির (৩৮)।
র্যাব-১০ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কেরানীগঞ্জের বন্দডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২ পিস ইয়াবা ও ২টি মোবাইল জব্দ করা হয়। এ সময় মো. নাসির উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান চালিয়ে ৯ হাজার ৬২৫ পিস ইয়াবাসহ মো. মফিজুল ইসলাম ওরফে কুট্টি (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২টি মোবাইল ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কেরানীগঞ্জের দেওশুর প্রজেক্ট গলি এলাকায় অভিযান চালিয়ে ৭২০ ক্যান বিয়ার ও ৪ লিটার বিদেশি মদসহ মো. হাসান আলী (৪৫), মো. জুয়েল (৩৫) ও মো. সগির (৩৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি মোবাইল ও নগদ ১০ হাজার জব্দ করা হয়েছে।
মেজর ওবায়দুর রহমান আরও বলেন, এসব ঘটনায় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
৫ ঘণ্টা আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪