Ajker Patrika

বাচ্চা কোলে ঘুরে, সুযোগ বুঝে চুরি করেন তিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৩: ২৩
বাচ্চা কোলে ঘুরে, সুযোগ বুঝে চুরি করেন তিনি

রাজধানীতে ইতি বেগম (২৭) নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মিরপুর মডেল থানার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের হুপ মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইতি সাভার থানার আশুলিয়ার চারবাগ এলাকার মৃত শহিদ হোসেনের মেয়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, ইতি তাঁর ছোট বাচ্চা কোলে নিয়ে ঘোরেন। এরপর সুযোগ বুঝে নারীদের মোবাইল, ভ্যানিটি ব্যাগ চুরি করেন।

ওসি আরও জানান, ইতি একজন পেশাদার চোর। তিনি বিভিন্ন বাসায়, দোকানে গিয়ে চুরি করেন। মানুষ যাতে সন্দেহ না করে, সে জন্য কোলে বাচ্চা নিয়ে ঘোরেন। আবার ধরা পড়ে গেলে বাচ্চাসহ কান্নাকাটি করেন। ফলে দয়াপরবশ হয়ে মানুষ ছেড়ে দেয়। এই সুবিধার ফলেই কোলে বাচ্চা নিয়ে তিনি বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের সামনে ঘুরঘুর করেন। এরপর সুযোগ বুঝে ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন নিয়ে সটকে পড়েন। গতকাল সন্ধ্যায়ও হুপ মার্কেটে একই কায়দায় দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে উপস্থিত মানুষ তাঁকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত