Ajker Patrika

গাজীপুরে ১০৯ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৬: ২৮
গাজীপুরে ১০৯ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

কাভার্ড ভ্যানে করে গাঁজা পরিবহনের সময় গাজীপুরের বাসন থানা এলাকা থেকে ১০৯ কেজি গাঁজাসহ একজন কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান,২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৫ টাকা জব্দ করা হয়। 

আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা। 

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ফয়সাল মামুন (৩৮)। তিনি নোয়াখালী জেলার মো. সেলিমের ছেলে। 

জব্দকৃত মাদকপুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, কুমিল্লা থেকে একটি কাভার্ড ভ্যানে করে গাঁজার বড় একটি চালান ঢাকা হয়ে গাজীপুর মাওনার দিকে আসছে—এমন তথ্যের ভিত্তিতে আজ ভোরে র‍্যাব-১-এর একটি দল অভিযান চালায়। অভিযানে তারা গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় শাহিন চায়ের দোকানের সামনে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসায়। পরে সন্দেহজনক কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১০৯ কেজি গাঁজা জব্দ ও ফয়সালকে আটক করা হয়। 

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা কেনাবেচা করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত