নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসাদগেটে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নিহত রাব্বি ওরফে রাফা ‘জুনিয়রদের শায়েস্তা করতে’ প্রথম ছুরি বের করেছিলেন, যেটা কেড়ে নিয়ে তাঁর উপর পাল্টা আঘাত করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাতজনের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টিকটকারদের পুল পার্টি শেষে গাঁজা সেবন ও ইভটিজিংকে কেন্দ্র করে সুইচ গিয়ার দিয়ে খুন করা হয় রাব্বি ওরফে রাফাকে। জুনিয়রদের শায়েস্তা করার জন্য রাব্বীই প্রথম সুইচ গিয়ারটি বের করেন। তাঁর হাত থেকে সেটা কেড়ে নিয়ে তাঁকে উপুর্যুপরি আঘাত করে জুনিয়ররা।’
গত মঙ্গলবার (১ নভেম্বর) হাজারীবাগের ‘টিকটকারদের’ একটি পুল পার্টি ছিল ধামরাইয়ের এক রিসোর্টে। ঘটনার সূত্রপাত সেখান থেকে। পার্টি শেষে ফেরার পথে প্রথমে বাসের ভেতর গাঁজা সেবন নিয়ে ‘সিনিয়র ও জুনিয়র গ্রুপের’ মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে ‘জুনিয়ররা’ এক ‘সিনিয়রের’ বান্ধবীকে উত্ত্যক্ত করে। এর জের ধরে ওই মেয়ে আসাদগেট নামার পর দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় রাব্বী ছাড়াও আহত আরেকজনের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর বুধবার রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর, লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।
হাফিজ বলেন, গ্রেপ্তারকৃতরা বয়সে কিশোর, কেউ কেউ ছাত্র, কেউ আবার কারখানায় কর্মচারী। তাদের একজনের কাছে ‘রাব্বি হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ারটি’ উদ্ধার করা হয়। তাঁর নামে হাজারীবাগ থানায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।
জড়িতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে দাবি করে তিনি বলেন, ‘মূলত সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, পুল পার্টি থেকে ফেরার পথে বাসে গার্লফ্রেন্ডদের গাঁজা ও সিগারেটের গন্ধ সহ্য করতে না পেরে বয়ফ্রেন্ডের কাছে অভিযোগ ও ইভটিজিংকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। যার নির্মম পরিণতি এই হত্যাকাণ্ড।’
আসাদগেটে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নিহত রাব্বি ওরফে রাফা ‘জুনিয়রদের শায়েস্তা করতে’ প্রথম ছুরি বের করেছিলেন, যেটা কেড়ে নিয়ে তাঁর উপর পাল্টা আঘাত করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাতজনের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টিকটকারদের পুল পার্টি শেষে গাঁজা সেবন ও ইভটিজিংকে কেন্দ্র করে সুইচ গিয়ার দিয়ে খুন করা হয় রাব্বি ওরফে রাফাকে। জুনিয়রদের শায়েস্তা করার জন্য রাব্বীই প্রথম সুইচ গিয়ারটি বের করেন। তাঁর হাত থেকে সেটা কেড়ে নিয়ে তাঁকে উপুর্যুপরি আঘাত করে জুনিয়ররা।’
গত মঙ্গলবার (১ নভেম্বর) হাজারীবাগের ‘টিকটকারদের’ একটি পুল পার্টি ছিল ধামরাইয়ের এক রিসোর্টে। ঘটনার সূত্রপাত সেখান থেকে। পার্টি শেষে ফেরার পথে প্রথমে বাসের ভেতর গাঁজা সেবন নিয়ে ‘সিনিয়র ও জুনিয়র গ্রুপের’ মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে ‘জুনিয়ররা’ এক ‘সিনিয়রের’ বান্ধবীকে উত্ত্যক্ত করে। এর জের ধরে ওই মেয়ে আসাদগেট নামার পর দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় রাব্বী ছাড়াও আহত আরেকজনের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর বুধবার রাজধানীর হাজারীবাগ, মোহাম্মদপুর, লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।
হাফিজ বলেন, গ্রেপ্তারকৃতরা বয়সে কিশোর, কেউ কেউ ছাত্র, কেউ আবার কারখানায় কর্মচারী। তাদের একজনের কাছে ‘রাব্বি হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ারটি’ উদ্ধার করা হয়। তাঁর নামে হাজারীবাগ থানায় তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।
জড়িতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করেছে দাবি করে তিনি বলেন, ‘মূলত সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, পুল পার্টি থেকে ফেরার পথে বাসে গার্লফ্রেন্ডদের গাঁজা ও সিগারেটের গন্ধ সহ্য করতে না পেরে বয়ফ্রেন্ডের কাছে অভিযোগ ও ইভটিজিংকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। যার নির্মম পরিণতি এই হত্যাকাণ্ড।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫