Ajker Patrika

আশুলিয়ায় অটোরিকশা থামিয়ে চাঁদাবাজি, হাতেনাতে ধরা 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় অটোরিকশা থামিয়ে চাঁদাবাজি, হাতেনাতে ধরা 

আশুলিয়ায় একটি আঞ্চলিক সড়কে রিকশা–অটোরিকশা থামিয়ে চাঁদা তুলছিলেন কয়েকজন যুবক। হঠাৎ পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 

এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় চাঁদার টাকা। পরে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে। 

আজ রোববার সকালে আশুলিয়া থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল শনিবার বিকেলে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরগুনা জেলার পাথরঘাটা থানার মো. সুমন মিয়া (৩৬) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মো. সাগর খান (২৭)। তাঁরা আশুলিয়ার নরসিংহপুর ও গোমাইল এলাকায় ভাড়া বাসায় বাস করে আসছিলেন। 

এ ঘটনায় পলাতক আরও দুই সহযোগী হলেন–মো. ছাগির ও নুরুল দেওয়ান। তাঁদের কাছ থেকে চাঁদাবাজির মোট ২ হাজার ২০০ টাকা উদ্ধারের পর জব্দ করা হয়। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নরসিংহপুর এলাকায় রিকশা ও অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করতেন। রিকশা প্রতি তাঁরা ৬০–৮০ টাকা করে চাঁদা আদায় করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলেই পুলিশ দেখে দৌড় দিয়েছিলেন চাঁদা আদায়কারীরা। পরে ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকাআশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছি। চাঁদাবাজির যেকোনো তথ্য পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এরই পরিপ্রেক্ষিতে নরসিংহপুর থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত