ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজির চাল ৩৫ টাকা করে মুদি দোকানে বিক্রি করার অভিযোগ উঠেছে। উপজেলার আটঘর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচি চালের ডিলার আব্দুল আলিম মোল্যার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। তিনি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকও।
অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার রাতে ইউনিয়নের গৌড়দিয়া বাজারে অভিযান চালিয়ে ৩০ বস্তা চালসহ পারভেজ মাতুব্বর (৪০) নামের ওই মুদি দোকানদারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পলাতক রয়েছেন অভিযুক্ত ওই ডিলার।
গ্রেপ্তার মুদি দোকানদারের ছেলে সাব্বির মাতুব্বর বলেন, ‘আলিম মোল্যার কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩০ বস্তা চাল ক্রয় করে আমাদের গোডাউনে রেখে দেয় আমার বাবা। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল। সোমবার রাতে পুলিশ এসে গোডাউন খুলে সেই চালসহ বাবাকে আটক করে নিয়ে যায়। তবে এসব চাল সরকারি ছিল কি না, তা আমার বাবা জানতেন না।’
অভিযুক্ত আলিম মোল্যার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে আলিম মোল্যার পরিবারের দাবি এটা ষড়যন্ত্র। তিনি কোনো মুদি দোকানে সরকারি চাল বিক্রি করেননি।
উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘ডিলার আলিম মোল্যার বিরুদ্ধে একটি মুদি দোকানে কয়েক বস্তা চাল বিক্রির অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, গৌড়দিয়া বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ১০ টাকা কেজি দরের ৩০ বস্তা চালসহ এক মুদি দোকানদারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত ডিলার পলাতক থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এসআই মো. রাশেদুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ তাছলিমা আকতার বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের সালথায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১০ টাকা কেজির চাল ৩৫ টাকা করে মুদি দোকানে বিক্রি করার অভিযোগ উঠেছে। উপজেলার আটঘর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচি চালের ডিলার আব্দুল আলিম মোল্যার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। তিনি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকও।
অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার রাতে ইউনিয়নের গৌড়দিয়া বাজারে অভিযান চালিয়ে ৩০ বস্তা চালসহ পারভেজ মাতুব্বর (৪০) নামের ওই মুদি দোকানদারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পলাতক রয়েছেন অভিযুক্ত ওই ডিলার।
গ্রেপ্তার মুদি দোকানদারের ছেলে সাব্বির মাতুব্বর বলেন, ‘আলিম মোল্যার কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩০ বস্তা চাল ক্রয় করে আমাদের গোডাউনে রেখে দেয় আমার বাবা। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল। সোমবার রাতে পুলিশ এসে গোডাউন খুলে সেই চালসহ বাবাকে আটক করে নিয়ে যায়। তবে এসব চাল সরকারি ছিল কি না, তা আমার বাবা জানতেন না।’
অভিযুক্ত আলিম মোল্যার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে আলিম মোল্যার পরিবারের দাবি এটা ষড়যন্ত্র। তিনি কোনো মুদি দোকানে সরকারি চাল বিক্রি করেননি।
উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘ডিলার আলিম মোল্যার বিরুদ্ধে একটি মুদি দোকানে কয়েক বস্তা চাল বিক্রির অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, গৌড়দিয়া বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ১০ টাকা কেজি দরের ৩০ বস্তা চালসহ এক মুদি দোকানদারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত ডিলার পলাতক থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এসআই মো. রাশেদুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ তাছলিমা আকতার বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৪ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২০ দিন আগে