ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের হামলায় বাবলু সরকার (৪৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাবলু উপজেলার চৈথট্ট গ্রামের বাসিন্দা। তিনি দেউলাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাত আলী খান।
বাবলুর স্ত্রী শাহিনা বেগম জানান, গত ২৫ আগস্ট বিকেলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথা বলতে উপজেলার পাকুটিয়া এলাকার দুলাল মাস্টার এবং রিপন তাঁকে পাকুটিয়া যেতে বলেন। ফোন কল পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি পাকুটিয়া যায়। রাত ৮টার দিকে তাঁর ভাতিজা সাইদ ফোন করলে তিনি গাড়িতে করে টাঙ্গাইল যাচ্ছেন বলে জানান। এরপর থেকেই যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বাবলুর বড় ভাই ইয়ার মাহমুদ বলেন, ‘রাত ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে এক ব্যক্তি বাবলুর মেয়ে লাবনীর কাছে কল করে জানান, বাবলুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে যান। সেখান থেকে ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।’
বাবলুকে উদ্ধারকারীদের উদ্ধৃতি দিয়ে ইয়ার মাহমুদ বলেন, ‘মির্জাপুর উপজেলার কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অর্ধমৃত অবস্থায় বাবলুকে স্থানীয় লোকজন উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করান।’
চিকিৎসকদের বরাত দিয়ে বাবলুর স্ত্রী বলেন, ‘ভোঁতা অস্ত্র দিয়ে বাবলুর মাথার পেছনে আঘাত করা হয়েছে।’
স্ত্রী শাহিনা ও বড় ভাই ইয়ার মাহমুদ বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পার্শ্ববর্তী পাঞ্জানা গ্রামে সালিস করেছিলেন বাবলু। এ কারণে একটি পক্ষের সঙ্গে তাঁর শত্রুতা সৃষ্টি হয়েছিল।
দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান সুজাত আলী খান জানান, বাবলু নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল।
এ ব্যাপারে জানতে চাইলে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘এ ব্যাপারে থানায় অভিযোগ করলে আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের হামলায় বাবলু সরকার (৪৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাবলু উপজেলার চৈথট্ট গ্রামের বাসিন্দা। তিনি দেউলাবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাত আলী খান।
বাবলুর স্ত্রী শাহিনা বেগম জানান, গত ২৫ আগস্ট বিকেলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কথা বলতে উপজেলার পাকুটিয়া এলাকার দুলাল মাস্টার এবং রিপন তাঁকে পাকুটিয়া যেতে বলেন। ফোন কল পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি পাকুটিয়া যায়। রাত ৮টার দিকে তাঁর ভাতিজা সাইদ ফোন করলে তিনি গাড়িতে করে টাঙ্গাইল যাচ্ছেন বলে জানান। এরপর থেকেই যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বাবলুর বড় ভাই ইয়ার মাহমুদ বলেন, ‘রাত ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে এক ব্যক্তি বাবলুর মেয়ে লাবনীর কাছে কল করে জানান, বাবলুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে যান। সেখান থেকে ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।’
বাবলুকে উদ্ধারকারীদের উদ্ধৃতি দিয়ে ইয়ার মাহমুদ বলেন, ‘মির্জাপুর উপজেলার কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অর্ধমৃত অবস্থায় বাবলুকে স্থানীয় লোকজন উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করান।’
চিকিৎসকদের বরাত দিয়ে বাবলুর স্ত্রী বলেন, ‘ভোঁতা অস্ত্র দিয়ে বাবলুর মাথার পেছনে আঘাত করা হয়েছে।’
স্ত্রী শাহিনা ও বড় ভাই ইয়ার মাহমুদ বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পার্শ্ববর্তী পাঞ্জানা গ্রামে সালিস করেছিলেন বাবলু। এ কারণে একটি পক্ষের সঙ্গে তাঁর শত্রুতা সৃষ্টি হয়েছিল।
দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান সুজাত আলী খান জানান, বাবলু নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল।
এ ব্যাপারে জানতে চাইলে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, ‘এ ব্যাপারে থানায় অভিযোগ করলে আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫