নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও ছয়টি হত্যা মামলায় ও শহিদুল হককে একটি অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ ভিন্ন ভিন্ন আদেশে দুইজনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে দুইজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত নির্দেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে উত্তরা পূর্ব থানার পাঁচটি হত্যা মামলায় এবং উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উত্তরা পূর্ব থানার মো. জসিম হত্যা মামলা, রড সিমেন্টের দোকান কর্মচারী আব্দুল কাদির হত্যা মামলা, আনোয়ার হোসেন হত্যা মামলা, জাবির ইব্রাহিম হত্যা মামলা ও মামুনুল হাসান রিজভী হত্যা মামলা এবং উত্তরা পশ্চিম থানার ওমর নুরুল আফসার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আব্দুল্লাহ আল মামুনকে গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলায় মুদির দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১২ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। ওই দিন খিলগাঁও থানার দুটি ও ভাটারা থানার দুটি হত্যা মামলা অর্থাৎ চারটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে সাবেক আইজিপি শহিদুল হককে উত্তরা পশ্চিম থানায় গত ১৯ আগস্ট দায়ের হওয়া আইনজীবী সোহেল রানাকে অপহরণের পর গুম করার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শহিদুল হককে গত ৩ সেপ্টেম্বর ঢাকা থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। ১১ সেপ্টেম্বর রিমান্ড শেষে শহীদুল্লাহকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার দেখানোর প্রতিটি আবেদনে ভিন্ন ভিন্ন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহিদুল হক এই মামলাগুলোতে জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁদের ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও ছয়টি হত্যা মামলায় ও শহিদুল হককে একটি অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ ভিন্ন ভিন্ন আদেশে দুইজনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে দুইজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানি শেষে আদালত নির্দেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে জানা গেছে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে উত্তরা পূর্ব থানার পাঁচটি হত্যা মামলায় এবং উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উত্তরা পূর্ব থানার মো. জসিম হত্যা মামলা, রড সিমেন্টের দোকান কর্মচারী আব্দুল কাদির হত্যা মামলা, আনোয়ার হোসেন হত্যা মামলা, জাবির ইব্রাহিম হত্যা মামলা ও মামুনুল হাসান রিজভী হত্যা মামলা এবং উত্তরা পশ্চিম থানার ওমর নুরুল আফসার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আব্দুল্লাহ আল মামুনকে গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের বসিলায় মুদির দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ১২ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। ওই দিন খিলগাঁও থানার দুটি ও ভাটারা থানার দুটি হত্যা মামলা অর্থাৎ চারটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে সাবেক আইজিপি শহিদুল হককে উত্তরা পশ্চিম থানায় গত ১৯ আগস্ট দায়ের হওয়া আইনজীবী সোহেল রানাকে অপহরণের পর গুম করার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শহিদুল হককে গত ৩ সেপ্টেম্বর ঢাকা থেকে আটক করা হয়। ৪ সেপ্টেম্বর নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। ১১ সেপ্টেম্বর রিমান্ড শেষে শহীদুল্লাহকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার দেখানোর প্রতিটি আবেদনে ভিন্ন ভিন্ন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহিদুল হক এই মামলাগুলোতে জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁদের ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হবে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২২ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫