Ajker Patrika

সাহায্য চেয়ে ঘরে ডেকে গৃহবধূকে ধর্ষণ

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাহায্য চেয়ে ঘরে ডেকে গৃহবধূকে ধর্ষণ

গ্যাস সিলিন্ডারে সমস্যার কথা বলে সাহায্য চেয়ে ঘরে ডেকে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সাভারের আশুলিয়ায় এই অভিযোগে আসাদুজ্জমান রকি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে। 

সোমবার রাত ৯টার দিকে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দেন। এর ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকা থেকে আসামি আসাদুজ্জমান রকিকে গ্রেপ্তার করে পুলিশ। 

রকি দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ তাঁর স্বামী ও আট বছরের সন্তানকে কাঠগড়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। সোমবার সকালে স্বামী কাজে বের হয়ে যান। এরপর প্রতিবেশী রকি নিজের ঘরে গ্যাসের সিলিন্ডারে সমস্যা হয়েছে বলে তাঁকে সাহায্য করার জন্য ডাকেন। সরল মনে সাহায্য করার জন্য রকির ঘরে যান গৃহবধূ। রকি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে তাঁকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী তাঁর স্বামী ও স্বজনদের ঘটনা জানান এবং তাঁদের পরামর্শে পরে থানায় অভিযোগ করেন। 

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম আজকের পত্রিকাকে জানান, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আসামিকে কাঠগড়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। রকিকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত