Ajker Patrika

কাবিন জালিয়াতির মামলায় রাজবাড়ীর মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ২২: ৩১
কাবিন জালিয়াতির মামলায় রাজবাড়ীর মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে

কাবিন জালিয়াতি করে স্বামী দাবি করার অভিযোগে এক যুবকের মামলায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতের বিচারক সুমন হোসেন এ আদেশ দেন। 

এ সময় কাবিন জালিয়াতি মামলার দুই সাক্ষী রোকন আলী বিশ্বাস ও সারো আলী গায়েনকেও কারাগারে পাঠানো হয়। 

বাদীপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন হায়দার বলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন ৩০ লাখ টাকার একটি ভুয়া কাবিন দেখিয়ে সুমন মিয়াকে স্বামী বলে দাবি করেন। সুমন মিয়া সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামের নজরুল মিয়ার ছেলে। পরে সুমন মিয়া রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতে আলেয়া খাতুনসহ দুজন সাক্ষীর বিরুদ্ধে একটি জালিয়াতি মামলা দায়ের করেন। 

নিজাম উদ্দিন হায়দার আরও বলেন, রোববার দুপুরে আলেয়া খাতুনসহ দুই সাক্ষী আদালতে জামিন আবেদন করলে সে সময় বিচারক সুমন হোসেন তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত