Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক ৩৮

প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
সিদ্ধিরগঞ্জে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক ৩৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুইটি অভিযানে জুয়া খেলার অভিযোগে ৩৮ জনকে আটক করেছে র‍্যাব। গতকাল রোববার বিকেলে আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলেন-মো. দেলোয়ার হোসেন (৫২), মো. সেলিম (৪৫), শ্রী রনজিদ চন্দ্র পাল (৪০), মো. দেলোয়ার হোসেন (৩২), মো. মনিরুল ইসলাম (৪০), মো. আলামিন (৩২), মো. জাহিদুল ইসলাম (৩২), মো. জাকির হোসেন (৩৮), মো. ইলিয়াস মিয়া (৩৬), মো. মোশারফ গাজী (৪৬), মো. হাবিব (৩৫), মো. আনোয়ার হোসেন (৪৩), আলী হোসেন (৫০), মো. আবুল কালাম (৪৮), মোছা. সামসুন নাহার (৪৩) মো. হান্নান (৩২), শেখ বাবর আলী (৫৭), মো. শহিদুল ইসলাম খোকন (৪২), মমিন (২৫), মো. আমির হোসেন (২৮), মো. খোকন (২৮), মো. রতন ভূঁইয়া (৩৮), মো. মোক্তার হোসেন (৪৫), মো. নাজির আলী (৫৩), মো. রবিউল ইসলাম রানা (২৭), মো. শাহআলম (২৬), মোছা. সালমা বেগম (৩৪), মো. আমিরুল ইসলাম (২৬), মো. কামরুল হাসান (৩৬), মো. কিরন মোল্লা (২৯), মো. সুজন (২২), মো. মনির হোসেন (২৫), মো. রহমত আলী (২৭), মো. নাজমুল ইসলাম (২০), মো. ওমর ফারুক (২৪), বিজয় চন্দ্র সরকার (২৬), মা: এরশাদ আলী (৩০) এবং মো. মহসিন (৩২)।

র‍্যাব-১১ মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এবং নিমাই কাশারী এলাকায় গোপনে চলতো এই জুয়ার আসর। অনেক দিনের চেষ্টায় নিমাই কাশারী ও শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ২৯ হাজার ৯৪৫ টাকা,৬টি বিয়ার ক্যান এবং ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাহমুদুল হাসান আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত