Ajker Patrika

উত্ত্যক্ত করার অপরাধে কিশোরের দেড় বছরের সাজা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৫: ০০
Thumbnail image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উত্ত্যক্ত করার অপরাধে ১৬ বছর বয়সী এক কিশোরকে দেড় বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন এ সাজা প্রদান করেন। ওই কিশোর উপজেলার ধারাবাশাইল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ধারাবাশাইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক বলেন, ‘গতকাল বেলা ৩টার দিকে বিদ্যালয় চলাকালীন সে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির তিন ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনার পর আমরা তাকে বিদ্যালয়ের অফিসকক্ষে আটকে রাখি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদকে অবহিত করি।’ 

প্রধান শিক্ষক আরও বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন বিদ্যালয়ে পৌঁছে ওই কিশোরকে দেড় বছরের সাজা প্রদান করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত