সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ভুক্তভোগী সানাউল হক গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এর আগে একই দিন র্যাব-১১ বরাবর একটি অভিযোগও দেন ভুক্তভোগী।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, সানাউল হক গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে বাসার নিচে বিকট শব্দ শুনতে পেয়ে জানালায় গিয়ে দেখতে পান চারজন ব্যক্তি শাবল এবং তালা কাটার সরঞ্জাম নিয়ে তালা কাটার চেষ্টা করছে। সবাই দ্রুত নিচে গিয়ে দেখেন বাড়ির মূল ফটক বাইরে থেকে তালা দেওয়া। ফটকের বাইরে ওই চারজন তখন মারমুখী ভঙ্গিতে তাঁকে এবং তাঁর বড় ভাইকে মারার জন্য তেড়ে আসে। তাৎক্ষণিক মুখোশধারী দুজন গ্যারেজে থাকা মোটরসাইকেলটি নিয়ে যায় এবং অপর দুই জন রাস্তায় অবস্থান করে। তখন সানাউল জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে তাঁকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী সানাউল হক বলেন, ‘৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানোর ২০ মিনিট পরেও পুলিশ না আসায় আমি আবার ৯৯৯-এ ফোন দেই। ফোন রিসিভ করা ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। বলেন, আপনি ২০ মিনিট আগে ফোন দিয়েছেন, ২০ মিনিটে কি থানা থেকে পুলিশ উড়ে উড়ে যাবে? আপনি আবার পাঁচ ঘণ্টা পর আমাকে কল দিবেন।’
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
তবে ভুক্তভোগীর ৯৯৯-এ কল দেওয়ার বিষয়টি জানা নেই বলে উল্লেখ করেন ওসি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ভুক্তভোগী সানাউল হক গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এর আগে একই দিন র্যাব-১১ বরাবর একটি অভিযোগও দেন ভুক্তভোগী।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, সানাউল হক গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে বাসার নিচে বিকট শব্দ শুনতে পেয়ে জানালায় গিয়ে দেখতে পান চারজন ব্যক্তি শাবল এবং তালা কাটার সরঞ্জাম নিয়ে তালা কাটার চেষ্টা করছে। সবাই দ্রুত নিচে গিয়ে দেখেন বাড়ির মূল ফটক বাইরে থেকে তালা দেওয়া। ফটকের বাইরে ওই চারজন তখন মারমুখী ভঙ্গিতে তাঁকে এবং তাঁর বড় ভাইকে মারার জন্য তেড়ে আসে। তাৎক্ষণিক মুখোশধারী দুজন গ্যারেজে থাকা মোটরসাইকেলটি নিয়ে যায় এবং অপর দুই জন রাস্তায় অবস্থান করে। তখন সানাউল জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে তাঁকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী সানাউল হক বলেন, ‘৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানোর ২০ মিনিট পরেও পুলিশ না আসায় আমি আবার ৯৯৯-এ ফোন দেই। ফোন রিসিভ করা ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। বলেন, আপনি ২০ মিনিট আগে ফোন দিয়েছেন, ২০ মিনিটে কি থানা থেকে পুলিশ উড়ে উড়ে যাবে? আপনি আবার পাঁচ ঘণ্টা পর আমাকে কল দিবেন।’
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
তবে ভুক্তভোগীর ৯৯৯-এ কল দেওয়ার বিষয়টি জানা নেই বলে উল্লেখ করেন ওসি।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৫ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫