নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির বরিশাল বিভাগের সমাবেশ থেকে ফেরার পথে ছিনতাই করার অভিযোগে পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন—মো. হারুন ওরফে আনিছুজ্জামান (৪৫), মো. হারুন-অর-রশিদ (৩৯), মো. সোহেল (৩২), মো. এনামুল হক (৩৮) এবং মো. নূর ইসলাম (৩২)। গ্রেপ্তারদের সময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল উদ্ধার করা হয়।
হারুন অর রশীদ বলেন, ‘চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ বিএনপির বিভাগীয় সমাবেশে ঢাকা থেকে কিছু কর্মী যায়। তারা সবাই বিএনপি করেন। সমাবেশ থেকে ফেরার পথে তারা ছিনতাই করে। এমন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বরিশাল সমাবেশ থেকে ফিরছিল। তাদের কাছ থেকে ১৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তারা জানিয়েছেন, তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’
ছিনতাই করার বিষয়ে তারা জানান, ‘সমাবেশ থেকে ফেরার পথে তাদের টাকার প্রয়োজন সে জন্য তারা ছিনতাই করতে করতে আসেন।’
তাদের কোনো পদপদবি আছে কিনা এমন প্রশ্নে হারুন বলেন, ‘না তাদের পদপদবি নেই। তবে তারা বিএনপির কর্মী। তাদের টাকা দরকার ছিল বলে তারা ছিনতাই করেছিল।’
হারুন আরও বলেন, আমরা তাদেরকে গ্রেপ্তারের পর যখন শুনলাম তোমরা কোথায় গিয়েছিল? তখন তারা জানায়, তারা বরিশাল বিএনপির সমাবেশে গিয়েছিল। টাকার দরকার হলে আমরা এসব কাজ করি।’
মোবাইলগুলো কোথা থেকে চুরি বা ছিনতাই করেছে এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘আমরা তাদেরকে রিমান্ডে আনব। তারপর জানব, টোটাল ছিনতাই তারা ঢাকায় করেছে, নাকি বিএনপির সমাবেশ থেকে করেছে।’
এর আগে বরিশালে বিএনপির ছয় কর্মী ছিনতাইয়ের অভিযোগে টাকাসহ গ্রেপ্তার হয়। তাদের সঙ্গে ঢাকায় গ্রেপ্তারের পাঁচজনের কোনো সংশ্লিষ্টতা আছে কি না-জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘এখনই তা বলতে পারছি না।’
বিএনপির বরিশাল বিভাগের সমাবেশ থেকে ফেরার পথে ছিনতাই করার অভিযোগে পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন—মো. হারুন ওরফে আনিছুজ্জামান (৪৫), মো. হারুন-অর-রশিদ (৩৯), মো. সোহেল (৩২), মো. এনামুল হক (৩৮) এবং মো. নূর ইসলাম (৩২)। গ্রেপ্তারদের সময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল উদ্ধার করা হয়।
হারুন অর রশীদ বলেন, ‘চট্টগ্রাম, সিলেট, রংপুরসহ বিএনপির বিভাগীয় সমাবেশে ঢাকা থেকে কিছু কর্মী যায়। তারা সবাই বিএনপি করেন। সমাবেশ থেকে ফেরার পথে তারা ছিনতাই করে। এমন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বরিশাল সমাবেশ থেকে ফিরছিল। তাদের কাছ থেকে ১৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তারা জানিয়েছেন, তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’
ছিনতাই করার বিষয়ে তারা জানান, ‘সমাবেশ থেকে ফেরার পথে তাদের টাকার প্রয়োজন সে জন্য তারা ছিনতাই করতে করতে আসেন।’
তাদের কোনো পদপদবি আছে কিনা এমন প্রশ্নে হারুন বলেন, ‘না তাদের পদপদবি নেই। তবে তারা বিএনপির কর্মী। তাদের টাকা দরকার ছিল বলে তারা ছিনতাই করেছিল।’
হারুন আরও বলেন, আমরা তাদেরকে গ্রেপ্তারের পর যখন শুনলাম তোমরা কোথায় গিয়েছিল? তখন তারা জানায়, তারা বরিশাল বিএনপির সমাবেশে গিয়েছিল। টাকার দরকার হলে আমরা এসব কাজ করি।’
মোবাইলগুলো কোথা থেকে চুরি বা ছিনতাই করেছে এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, ‘আমরা তাদেরকে রিমান্ডে আনব। তারপর জানব, টোটাল ছিনতাই তারা ঢাকায় করেছে, নাকি বিএনপির সমাবেশ থেকে করেছে।’
এর আগে বরিশালে বিএনপির ছয় কর্মী ছিনতাইয়ের অভিযোগে টাকাসহ গ্রেপ্তার হয়। তাদের সঙ্গে ঢাকায় গ্রেপ্তারের পাঁচজনের কোনো সংশ্লিষ্টতা আছে কি না-জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘এখনই তা বলতে পারছি না।’
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৪ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪