Ajker Patrika

রামপুরায় শিক্ষার্থীর মৃত্যু: অনাবিলের সুপারভাইজার-হেলপার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২০: ৪৩
রামপুরায় শিক্ষার্থীর মৃত্যু: অনাবিলের সুপারভাইজার-হেলপার রিমান্ডে

রাজধানীর রামপুরায় বাসচাপায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের মৃত্যুর ঘটনায় অনাবিল পরিবহনের সুপারভাইজার ও হেলপারকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম রিমান্ডের এই আদেশ দেন। 

অভিযুক্ত ব্যক্তিরা হলেন সুপারভাইজার গোলাম রাব্বী ওরফে বিন রহমান ও হেলপার চান মিয়া। সড়ক পরিবহন আইনে তাঁদের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল আমিন মীর তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের ভিত্তিতে আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই সেলিম রেজা এ তথ্য জানান। 

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা ঘাতক বাস অনাবিল সুপার ঢাকা মেট্রো ব-১৫-০৮৫৬ গাড়ির সুপারভাইজার ও হেলপার। ওই গাড়ির ড্রাইভার আসামি মো. সোহেল অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৯ নভেম্বর রাত ১১টার দিকে মাইনুদ্দিন পূর্ব রামপুরার প্রধান সড়ক পারাপারের সময় বাড্ডার দিক থেকে মালিবাগের দিকে যাওয়া বাসটি বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। 

এরপর তার ওপর দিয়ে চলে যায় গাড়িটি। এতে মাইনুদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বিশাল অরাজকতার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা বেশ কিছু গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। দেশব্যাপী বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন। 

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল সুপার পরিবহনের বাসচাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস। 

মাইনুদ্দিন নিহত হওয়ার ঘটনায় তার মা রাশিদা বেগম সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত