Ajker Patrika

রাজবাড়ীতে মেয়েকে হত্যার দায়ে সৎমাসহ ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে মেয়েকে হত্যার দায়ে সৎমাসহ ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে মেয়েকে হত্যার দায়ে সৎমা ও তাঁর প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি উজির আলী শেখ এই তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হাফশিয়া বেগম (৪০) ও তাঁর প্রেমিক খোরশেদ মোল্লা (৫০)। তাঁরা সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের বাসিন্দা। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২২ অক্টোবর মর্জিনা রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ থেকে ফিরে বাড়িতে এসে সৎ মা হাফশিয়া ও তাঁর প্রেমিক খোরশেদকে ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। তখন হাফশিয়া ও খোরশেদ দুজন মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মর্জিনা আত্মহত্যা করেছে বলে প্রচার করেন। এ ঘটনায় মর্জিনার বাবা আজগর আলী সরদার হাফশিয়া ও খোরশেদকে আসামি করে রাজবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

রাজবাড়ী জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, ‘খোরশেদ ও হাফশিয়া মর্জিনাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে জবানবন্দি দেয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত