গাজীপুরের শ্রীপুরে অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ফরাজির বিরুদ্ধে। লাথির আঘাতে অন্তঃসত্ত্বা ওই নারী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে আঘাতের কারণে অনাগত সন্তান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী নারীর স্বজনেরা।
অপর দিকে মারধরের বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ফরাজি বলেন, সামান্য শাসন করা হয়েছে। তিনি উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেকী গ্রামের মৃত মফিজ উদ্দিন ফরাজির ছেলে। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
গত ২ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেকী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা নাসরিন আক্তার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেকী গ্রামের আল আমিনের স্ত্রী।
ভুক্তভোগী নারীর স্বামী আল আমিন বলেন, ‘ঘটনার দিন সকাল আটটার দিকে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ফরাজি আমার কেনা জমির ওপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। এ নিয়ে তাঁর সঙ্গে আমার শ্যালক কাওসারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্যালককে মারধর করেন তিনি। এ সময় আমার স্ত্রী নাসরিন ভাইকে রক্ষা করতে এগিয়ে যায়। এ সময় কামাল উদ্দিন আমার স্ত্রীর পেটে জোরে লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’
আল আমিন আরও বলেন, ‘কয়েক দিন ধরে আমার স্ত্রীর রক্তক্ষরণ হচ্ছে, পানি যাচ্ছে। চিকিৎসক জানিয়েছেন অবস্থার উন্নতি না হলে বাচ্চা নষ্ট হওয়ার আশঙ্কা আছে। একদিকে স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি, অপর দিকে কামাল উদ্দিন ও তাঁর লোকজন থানা থেকে অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছেন। এর আগেও তিনি আমার জমির ওপর দিয়ে হেঁটে চলাচলের রাস্তা নিয়েছেন।’
ভুক্তভোগী নারী নাসরিন আক্তারের ভাই কাওসার বলেন, ‘কামাল উদ্দিন ফরাজি ও তাঁর লোকজন জোর করে রাস্তা নিতে চাইলে আমি নিষেধ করি। এ সময় কামাল উদ্দিন সঙ্গে তর্কে জড়ালে একপর্যায়ে আমার শার্টের কলার ধরে মারধর করেন। এ সময় আমার বোন এগিয়ে এলে তিনি তাঁকে সজোরে লাথি মারেন। সঙ্গে সঙ্গে আমার বোন মাটিতে লুটিয়ে পড়েন।’
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ফরাজি বলেন, ‘আমি তাঁকে (ভুক্তভোগী নারী) লাথি মারিনি। সামান্য শাসন করা হয়েছে। এই ছোট্ট বিষয়টিকে বড় করে আমার বিরুদ্ধে যড়যন্ত্র করছে একটি পক্ষ।’
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য হারিজ সিকদার বলেন, ‘রাস্তা নির্মাণের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। এ সময় বাধা দিলে আমি সরে আসি। এরপর আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন উপস্থিত হলে মারধর শুরু হলে আমি চলে আসি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরিদ বলেন, ‘বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
গাজীপুরের শ্রীপুরে অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ফরাজির বিরুদ্ধে। লাথির আঘাতে অন্তঃসত্ত্বা ওই নারী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে আঘাতের কারণে অনাগত সন্তান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী নারীর স্বজনেরা।
অপর দিকে মারধরের বিষয়টি অস্বীকার করে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ফরাজি বলেন, সামান্য শাসন করা হয়েছে। তিনি উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেকী গ্রামের মৃত মফিজ উদ্দিন ফরাজির ছেলে। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
গত ২ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেকী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা নাসরিন আক্তার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেকী গ্রামের আল আমিনের স্ত্রী।
ভুক্তভোগী নারীর স্বামী আল আমিন বলেন, ‘ঘটনার দিন সকাল আটটার দিকে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ফরাজি আমার কেনা জমির ওপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। এ নিয়ে তাঁর সঙ্গে আমার শ্যালক কাওসারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্যালককে মারধর করেন তিনি। এ সময় আমার স্ত্রী নাসরিন ভাইকে রক্ষা করতে এগিয়ে যায়। এ সময় কামাল উদ্দিন আমার স্ত্রীর পেটে জোরে লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’
আল আমিন আরও বলেন, ‘কয়েক দিন ধরে আমার স্ত্রীর রক্তক্ষরণ হচ্ছে, পানি যাচ্ছে। চিকিৎসক জানিয়েছেন অবস্থার উন্নতি না হলে বাচ্চা নষ্ট হওয়ার আশঙ্কা আছে। একদিকে স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি, অপর দিকে কামাল উদ্দিন ও তাঁর লোকজন থানা থেকে অভিযোগ তুলে নিতে হুমকি দিচ্ছেন। এর আগেও তিনি আমার জমির ওপর দিয়ে হেঁটে চলাচলের রাস্তা নিয়েছেন।’
ভুক্তভোগী নারী নাসরিন আক্তারের ভাই কাওসার বলেন, ‘কামাল উদ্দিন ফরাজি ও তাঁর লোকজন জোর করে রাস্তা নিতে চাইলে আমি নিষেধ করি। এ সময় কামাল উদ্দিন সঙ্গে তর্কে জড়ালে একপর্যায়ে আমার শার্টের কলার ধরে মারধর করেন। এ সময় আমার বোন এগিয়ে এলে তিনি তাঁকে সজোরে লাথি মারেন। সঙ্গে সঙ্গে আমার বোন মাটিতে লুটিয়ে পড়েন।’
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন ফরাজি বলেন, ‘আমি তাঁকে (ভুক্তভোগী নারী) লাথি মারিনি। সামান্য শাসন করা হয়েছে। এই ছোট্ট বিষয়টিকে বড় করে আমার বিরুদ্ধে যড়যন্ত্র করছে একটি পক্ষ।’
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য হারিজ সিকদার বলেন, ‘রাস্তা নির্মাণের জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। এ সময় বাধা দিলে আমি সরে আসি। এরপর আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন উপস্থিত হলে মারধর শুরু হলে আমি চলে আসি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরিদ বলেন, ‘বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫