ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে শিক্ষার্থীকে নির্যাতনের দায়ের ছাত্রলীগ নেতা মো. সিফাতুল্লাহকে (সিফাত) হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মাস্টারদা সূর্যসেন হলের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী পরশ মিয়াকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় হল প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। সিফাত উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
গত ১২ ডিসেম্বর হলের ৩৫১ নম্বর কক্ষে সিফাতুল্লাহর নির্যাতনের শিকার হলে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন পরশ মিয়া।
অভিযোগের ভিত্তিতে সূর্যসেন হলের সিনিয়র আবাসিক শিক্ষক আহম্মদ উল্লাহকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে বহিষ্কারের সুপারিশ করে তদন্ত কমিটি। সুপারিশের ভিত্তিতে তাঁকে বহিষ্কারের নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়াকে ফোনকল করা হলে তিনি ফোনে এ কথা বলতে রাজি হননি।
সিফাতুল্লাহর বিরুদ্ধে এর আগেও একাধিকবার শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৮ নভেম্বর রাতভর দুই শিক্ষার্থীকে নির্যাতন করার অভিযোগ ওঠে। দুই নির্যাতিত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীর কাছে লিখিত অভিযোগও করেন। পরে হল প্রভোস্ট অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়ার মধ্যস্থতায় তাঁরা অভিযোগ প্রত্যাহার করেন।
২০১৮ সালে এক ছাত্রীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগে সিফাতকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়।
সিফাতুল্লাহ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী ও ছাত্রলীগের সূর্যসেন হল শাখার উপ-দপ্তর সম্পাদক। হলের শীর্ষ পদের পদপ্রত্যাশী ইমরান সাগরের ছোট ভাই হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে শিক্ষার্থীকে নির্যাতনের দায়ের ছাত্রলীগ নেতা মো. সিফাতুল্লাহকে (সিফাত) হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মাস্টারদা সূর্যসেন হলের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী পরশ মিয়াকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় হল প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। সিফাত উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
গত ১২ ডিসেম্বর হলের ৩৫১ নম্বর কক্ষে সিফাতুল্লাহর নির্যাতনের শিকার হলে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন পরশ মিয়া।
অভিযোগের ভিত্তিতে সূর্যসেন হলের সিনিয়র আবাসিক শিক্ষক আহম্মদ উল্লাহকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে বহিষ্কারের সুপারিশ করে তদন্ত কমিটি। সুপারিশের ভিত্তিতে তাঁকে বহিষ্কারের নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়াকে ফোনকল করা হলে তিনি ফোনে এ কথা বলতে রাজি হননি।
সিফাতুল্লাহর বিরুদ্ধে এর আগেও একাধিকবার শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৮ নভেম্বর রাতভর দুই শিক্ষার্থীকে নির্যাতন করার অভিযোগ ওঠে। দুই নির্যাতিত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীর কাছে লিখিত অভিযোগও করেন। পরে হল প্রভোস্ট অধ্যাপক মকবুল হোসেন ভূঁইয়ার মধ্যস্থতায় তাঁরা অভিযোগ প্রত্যাহার করেন।
২০১৮ সালে এক ছাত্রীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটানোর অভিযোগে সিফাতকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়।
সিফাতুল্লাহ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী ও ছাত্রলীগের সূর্যসেন হল শাখার উপ-দপ্তর সম্পাদক। হলের শীর্ষ পদের পদপ্রত্যাশী ইমরান সাগরের ছোট ভাই হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৯ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫