Ajker Patrika

ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২২, ১১: ০১
ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

ফরিদপুরে ব্যবসায়ী সবুজ মোল্লাকে (২৯) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনুকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। 

গতকাল বুধবার দিবাগত রাতে নিহতের বাবা শহীদ মোল্লা বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এর আগে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত সবুজ ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের কাজের মাতুব্বরের ডাঙ্গী এলাকার শহীদ মোল্লার ছেলে। তবে তিনি বায়তুল আমান এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত