নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মতিঝিলে ভাসমান যুবক হৃদয় খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনসহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ফাহিম। আজ বুধবার সকাল ৮টায় মতিঝিল থেকে ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, ‘ভিকটিমের নাম হৃদয় ওরফে আলিফ। হৃদয়ের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার মতিঝিল থানায় একটি খুনের মামলা হয়।’
মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘পেন্টাগন হোটেলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, হৃদয় ওই এলাকায় ভাসমান। একটি মোবাইলকে কেন্দ্র করে হৃদয়ের সঙ্গে ফাহিম নামের আরেক যুবকের ঝগড়া ও মারামারি হয়। একপর্যায়ে ফাহিম কাঁচি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে।’
ফাহিমকে গ্রেপ্তার ও আঘাত করা কাঁচি উদ্ধার সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘বুধবার সকাল ৮টায় মতিঝিলের যুগান্তর গলি থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মতিঝিলের সিরাজ ভবনের পাশের ময়লার স্তূপ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত কাঁচি ও ফাহিমের গায়ে থাকা রক্তমাখা টি-শার্ট উদ্ধার করা হয়।’
মামলার এজাহারের বরাত দিয়ে মতিঝিল থানার ওসি বলেন, গত সোমবার রাত ১১টায় টহল পুলিশ উত্তর কমলাপুরের মাজার রোড এলাকার পেন্টাগন হোটেলের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর মতিঝিলে ভাসমান যুবক হৃদয় খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনসহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ফাহিম। আজ বুধবার সকাল ৮টায় মতিঝিল থেকে ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, ‘ভিকটিমের নাম হৃদয় ওরফে আলিফ। হৃদয়ের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার মতিঝিল থানায় একটি খুনের মামলা হয়।’
মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘পেন্টাগন হোটেলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, হৃদয় ওই এলাকায় ভাসমান। একটি মোবাইলকে কেন্দ্র করে হৃদয়ের সঙ্গে ফাহিম নামের আরেক যুবকের ঝগড়া ও মারামারি হয়। একপর্যায়ে ফাহিম কাঁচি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে।’
ফাহিমকে গ্রেপ্তার ও আঘাত করা কাঁচি উদ্ধার সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘বুধবার সকাল ৮টায় মতিঝিলের যুগান্তর গলি থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মতিঝিলের সিরাজ ভবনের পাশের ময়লার স্তূপ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত কাঁচি ও ফাহিমের গায়ে থাকা রক্তমাখা টি-শার্ট উদ্ধার করা হয়।’
মামলার এজাহারের বরাত দিয়ে মতিঝিল থানার ওসি বলেন, গত সোমবার রাত ১১টায় টহল পুলিশ উত্তর কমলাপুরের মাজার রোড এলাকার পেন্টাগন হোটেলের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪