ঢামেক প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুরে একটি বাসায় খন্দকার আশিকুর রহমান (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহত্যার আগে তাঁর হাত-পা বেঁধে এরপর গলায় ফাঁস নেন বলে দাবি করেছেন স্ত্রী তানজিলা আক্তার মারিয়া।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কাটাসুর ২ নম্বর গলির ৯৩/১ নম্বর বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রতিবেশী ভাড়াটিয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
আশিকুর ঝালকাঠি সদর উপজেলার দিবাকরকাঠি গ্রামের খন্দকার এনায়েত হোসেনের ছেলে। রাজধানীতে মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন তিনি।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন জানান, তানজিলা আক্তার মারিয়ার সঙ্গে আশিকুরের প্রেমের সম্পর্ক ছিল। পাঁচ মাস আগে তাঁরা বিয়ে করেন। এরপর থেকে ওই বাসায় ভাড়া থাকতেন। মারিয়া বনানীতে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকরি করেন।
এসআই আরও জানান, স্ত্রী মারিয়া দাবি করছেন, পারিবারিক কলহের কারণে গত রাতে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরের ভেতরে আশিকুর স্ত্রীর হাত-পা রশি দিয়ে এবং মুখ বালিশের কভার দিয়ে বাঁধেন। এরপর নিজেই ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন। পরে কৌশলে মারিয়া নিজের হাত-পায়ের বাঁধন খুলে ফেলে আশিকুরকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। তাঁর কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। প্রতিবেশীরাই আশিকুরকে হাসপাতালে নিয়ে যান।
এসআই আলতাফ হোসেন বলেন, ‘এ ঘটনায় পরিবারে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুরে একটি বাসায় খন্দকার আশিকুর রহমান (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহত্যার আগে তাঁর হাত-পা বেঁধে এরপর গলায় ফাঁস নেন বলে দাবি করেছেন স্ত্রী তানজিলা আক্তার মারিয়া।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কাটাসুর ২ নম্বর গলির ৯৩/১ নম্বর বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রতিবেশী ভাড়াটিয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
আশিকুর ঝালকাঠি সদর উপজেলার দিবাকরকাঠি গ্রামের খন্দকার এনায়েত হোসেনের ছেলে। রাজধানীতে মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন তিনি।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন জানান, তানজিলা আক্তার মারিয়ার সঙ্গে আশিকুরের প্রেমের সম্পর্ক ছিল। পাঁচ মাস আগে তাঁরা বিয়ে করেন। এরপর থেকে ওই বাসায় ভাড়া থাকতেন। মারিয়া বনানীতে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকরি করেন।
এসআই আরও জানান, স্ত্রী মারিয়া দাবি করছেন, পারিবারিক কলহের কারণে গত রাতে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরের ভেতরে আশিকুর স্ত্রীর হাত-পা রশি দিয়ে এবং মুখ বালিশের কভার দিয়ে বাঁধেন। এরপর নিজেই ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন। পরে কৌশলে মারিয়া নিজের হাত-পায়ের বাঁধন খুলে ফেলে আশিকুরকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামান। তাঁর কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। প্রতিবেশীরাই আশিকুরকে হাসপাতালে নিয়ে যান।
এসআই আলতাফ হোসেন বলেন, ‘এ ঘটনায় পরিবারে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২৪ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫