কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ বছর বয়সী কিশোরী গৃহকর্মীকে নির্যাতন করে নগ্ন অবস্থায় দরজার বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠা সেই নারী সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলা শহরের খড়মপট্টি এলাকা থেকে সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কিশোরী সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বাসিন্দা মো. লিয়াকত আলীর মেয়ে। অভিযুক্ত সুমাইয়া আক্তার (৩৫) জেলা শহরের আলোর মেলা এলাকার বাসিন্দা মেরিন প্রকৌশলী রাজিবের স্ত্রী। তবে সুমাইয়া জেলা শহরের খড়মপট্টি এলাকায় থাকেন।
এদিকে আজ শনিবার দুপুরে পুলিশ ওই অভিযুক্ত নারী সুমাইয়াকে আদালতে সোপর্দ করলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাউসার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক।
এর আগে গতকাল দুপুরে ভুক্তভোগী কিশোরীর চাচা বিল্লাল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এদিন রাত ৯টার দিকে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করে।
মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর চাচা বিল্লাল মিয়া বলেন, ‘আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আমার ভাতিজিকে যে পরিমাণ অমানবিক নির্যাতন করেছে, তাতে সে এখনো ভয়ে আছে। আমার ভাতিজি হাসপাতালে চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হতে অনেক দিন লাগবে। আমরা ন্যায়বিচার চাই।’
ভুক্তভোগী ওই কিশোরী বলে, ‘গত বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পর্দার পাইপ দিয়া বাইরাইছে। পরে মুখ ধুইয়া আসার পর আমারে আবার মারছে। পরে আমার জামা-কাপড় খুইলা দরজার বাইরে নিয়া দাঁড় করাইয়া রাখছে। সকালে ভাত দিছে না। পরে দুপুরে বাবুরে (আসামির মেয়ে) কেন আপু আপু বলে ডাকি না, তাই আবার মারছে। দুপুরবেলাও ভাত দিছে না। পরে না কইয়া পেটের খিদায় আমি বাসা থেকে বাইর হইয়া গেছি। দুই দিন তিন দিন পরপর একটু কিছু হইলেই এইভাবে আমারে মারতো। শুনছি উনারে পুলিশ ধরছে। অহন জেলে গেছে। আমি খুশি আছি।’
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গতকাল রাত ৯টার দিকে বিল্লাল মিয়া বাদী হয়ে সুমাইয়া আক্তারের বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের মামলা দায়ের করেন। পরে রাত ২টার দিকে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
১৩ বছর বয়সী কিশোরী গৃহকর্মীকে নির্যাতন করে নগ্ন অবস্থায় দরজার বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠা সেই নারী সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলা শহরের খড়মপট্টি এলাকা থেকে সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কিশোরী সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বাসিন্দা মো. লিয়াকত আলীর মেয়ে। অভিযুক্ত সুমাইয়া আক্তার (৩৫) জেলা শহরের আলোর মেলা এলাকার বাসিন্দা মেরিন প্রকৌশলী রাজিবের স্ত্রী। তবে সুমাইয়া জেলা শহরের খড়মপট্টি এলাকায় থাকেন।
এদিকে আজ শনিবার দুপুরে পুলিশ ওই অভিযুক্ত নারী সুমাইয়াকে আদালতে সোপর্দ করলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাউসার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক।
এর আগে গতকাল দুপুরে ভুক্তভোগী কিশোরীর চাচা বিল্লাল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এদিন রাত ৯টার দিকে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করে।
মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর চাচা বিল্লাল মিয়া বলেন, ‘আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আমার ভাতিজিকে যে পরিমাণ অমানবিক নির্যাতন করেছে, তাতে সে এখনো ভয়ে আছে। আমার ভাতিজি হাসপাতালে চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হতে অনেক দিন লাগবে। আমরা ন্যায়বিচার চাই।’
ভুক্তভোগী ওই কিশোরী বলে, ‘গত বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পর্দার পাইপ দিয়া বাইরাইছে। পরে মুখ ধুইয়া আসার পর আমারে আবার মারছে। পরে আমার জামা-কাপড় খুইলা দরজার বাইরে নিয়া দাঁড় করাইয়া রাখছে। সকালে ভাত দিছে না। পরে দুপুরে বাবুরে (আসামির মেয়ে) কেন আপু আপু বলে ডাকি না, তাই আবার মারছে। দুপুরবেলাও ভাত দিছে না। পরে না কইয়া পেটের খিদায় আমি বাসা থেকে বাইর হইয়া গেছি। দুই দিন তিন দিন পরপর একটু কিছু হইলেই এইভাবে আমারে মারতো। শুনছি উনারে পুলিশ ধরছে। অহন জেলে গেছে। আমি খুশি আছি।’
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গতকাল রাত ৯টার দিকে বিল্লাল মিয়া বাদী হয়ে সুমাইয়া আক্তারের বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের মামলা দায়ের করেন। পরে রাত ২টার দিকে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪