কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ বছর বয়সী কিশোরী গৃহকর্মীকে নির্যাতন করে নগ্ন অবস্থায় দরজার বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠা সেই নারী সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলা শহরের খড়মপট্টি এলাকা থেকে সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কিশোরী সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বাসিন্দা মো. লিয়াকত আলীর মেয়ে। অভিযুক্ত সুমাইয়া আক্তার (৩৫) জেলা শহরের আলোর মেলা এলাকার বাসিন্দা মেরিন প্রকৌশলী রাজিবের স্ত্রী। তবে সুমাইয়া জেলা শহরের খড়মপট্টি এলাকায় থাকেন।
এদিকে আজ শনিবার দুপুরে পুলিশ ওই অভিযুক্ত নারী সুমাইয়াকে আদালতে সোপর্দ করলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাউসার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক।
এর আগে গতকাল দুপুরে ভুক্তভোগী কিশোরীর চাচা বিল্লাল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এদিন রাত ৯টার দিকে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করে।
মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর চাচা বিল্লাল মিয়া বলেন, ‘আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আমার ভাতিজিকে যে পরিমাণ অমানবিক নির্যাতন করেছে, তাতে সে এখনো ভয়ে আছে। আমার ভাতিজি হাসপাতালে চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হতে অনেক দিন লাগবে। আমরা ন্যায়বিচার চাই।’
ভুক্তভোগী ওই কিশোরী বলে, ‘গত বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পর্দার পাইপ দিয়া বাইরাইছে। পরে মুখ ধুইয়া আসার পর আমারে আবার মারছে। পরে আমার জামা-কাপড় খুইলা দরজার বাইরে নিয়া দাঁড় করাইয়া রাখছে। সকালে ভাত দিছে না। পরে দুপুরে বাবুরে (আসামির মেয়ে) কেন আপু আপু বলে ডাকি না, তাই আবার মারছে। দুপুরবেলাও ভাত দিছে না। পরে না কইয়া পেটের খিদায় আমি বাসা থেকে বাইর হইয়া গেছি। দুই দিন তিন দিন পরপর একটু কিছু হইলেই এইভাবে আমারে মারতো। শুনছি উনারে পুলিশ ধরছে। অহন জেলে গেছে। আমি খুশি আছি।’
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গতকাল রাত ৯টার দিকে বিল্লাল মিয়া বাদী হয়ে সুমাইয়া আক্তারের বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের মামলা দায়ের করেন। পরে রাত ২টার দিকে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
১৩ বছর বয়সী কিশোরী গৃহকর্মীকে নির্যাতন করে নগ্ন অবস্থায় দরজার বাইরে দাঁড় করিয়ে রাখার অভিযোগ ওঠা সেই নারী সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলা শহরের খড়মপট্টি এলাকা থেকে সুমাইয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কিশোরী সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বাসিন্দা মো. লিয়াকত আলীর মেয়ে। অভিযুক্ত সুমাইয়া আক্তার (৩৫) জেলা শহরের আলোর মেলা এলাকার বাসিন্দা মেরিন প্রকৌশলী রাজিবের স্ত্রী। তবে সুমাইয়া জেলা শহরের খড়মপট্টি এলাকায় থাকেন।
এদিকে আজ শনিবার দুপুরে পুলিশ ওই অভিযুক্ত নারী সুমাইয়াকে আদালতে সোপর্দ করলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাউসার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক।
এর আগে গতকাল দুপুরে ভুক্তভোগী কিশোরীর চাচা বিল্লাল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে এদিন রাত ৯টার দিকে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করে।
মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর চাচা বিল্লাল মিয়া বলেন, ‘আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আমার ভাতিজিকে যে পরিমাণ অমানবিক নির্যাতন করেছে, তাতে সে এখনো ভয়ে আছে। আমার ভাতিজি হাসপাতালে চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হতে অনেক দিন লাগবে। আমরা ন্যায়বিচার চাই।’
ভুক্তভোগী ওই কিশোরী বলে, ‘গত বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পর্দার পাইপ দিয়া বাইরাইছে। পরে মুখ ধুইয়া আসার পর আমারে আবার মারছে। পরে আমার জামা-কাপড় খুইলা দরজার বাইরে নিয়া দাঁড় করাইয়া রাখছে। সকালে ভাত দিছে না। পরে দুপুরে বাবুরে (আসামির মেয়ে) কেন আপু আপু বলে ডাকি না, তাই আবার মারছে। দুপুরবেলাও ভাত দিছে না। পরে না কইয়া পেটের খিদায় আমি বাসা থেকে বাইর হইয়া গেছি। দুই দিন তিন দিন পরপর একটু কিছু হইলেই এইভাবে আমারে মারতো। শুনছি উনারে পুলিশ ধরছে। অহন জেলে গেছে। আমি খুশি আছি।’
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গতকাল রাত ৯টার দিকে বিল্লাল মিয়া বাদী হয়ে সুমাইয়া আক্তারের বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের মামলা দায়ের করেন। পরে রাত ২টার দিকে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১২ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২০ দিন আগে