Ajker Patrika

মামুনুলের ২৪ দিনের রিমান্ড আবেদন, শুনানি ৯ মে

প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২১, ১৬: ০৩
মামুনুলের ২৪ দিনের রিমান্ড আবেদন, শুনানি ৯ মে

নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সহিংসতা ও ধর্ষনের অভিযোগে করা পৃথক তিন মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীরের আদালতে রিমান্ড আবেদন করা হয়। আদালতে শুনানি শেষে আসামীর উপস্থিতিতে ৯ মে রিমান্ড ও শোন অ্যারেস্ট শুনানির দিন ধার্য করেছে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানিয়েছেন, মামুনুলের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ডে চেয়ে ও তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছে। একই সাথে সোনারগাঁও রয়েল রিসোর্টে ও যুবলীগ নেতার বাড়ি হামলা ভাংচুর ও সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডসহ তাকে শোন অ্যারেস্টের আবেদন করেছে পুলিশ।

প্রলোভন দেখিয়ে বিয়ে না করা এবং আটক রাখার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় এসে মামুনুল হকের বিরুদ্ধে ঝর্ণা একটি মামলা করেন। এর আগে গত ৩ এপ্রিল সোনারগাঁও রয়েল রিসোর্ট এ হামলা ও সহিংসতার ঘটনা ঘটে । হামলার পর তার অনুসারীরা মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায়, পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা চালায়, আওয়ামীলীগ অফিস ও যুবলীগ নেতার ঘরবাড়ি ভাংচুর করে। এ ঘটনায় মামুনুল হককে আসামী করে পুলিশ পৃথক দুইটি মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত