পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল রেল স্টেশনের পাশে স্বামীর সামনেই ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরে ৯৯৯-এ কল পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে। অন্যদিকে রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। ঝালমুড়ি খেতে খেতে রেলপথ ধরে হাঁটছিলেন তাঁরা। এসময় রাজিব ও রিফাতসহ অভিযুক্ত তিনজন ওই দম্পতিকে দাঁড় করিয়ে পরিচয় জানতে চান। একপর্যায়ে ঘোড়াশাল রেল স্টেশন থেকে নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে মারপিট করেন তাঁরা। এরপর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন তিনজন। একপর্যায়ে সেখান থেকে ছুটে গিয়ে ৯৯৯-এ কল দেন গৃহবধূর স্বামী। এরপর ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে।
পরিদর্শক জহিরুল ইসলাম আরও জানান, গৃহবধূকে উদ্ধার করার পর তাঁর কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে রাতেই অভিযান চালিয়ে রাজিব ও রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরেক অভিযুক্তের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘আজ রোববার সকালে ভুক্তভোগী ও গ্রেপ্তারকৃত দুজনকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূর শারীরিক পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেছেন গৃহবধূর স্বামী। আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নরসিংদীর পলাশে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল রেল স্টেশনের পাশে স্বামীর সামনেই ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরে ৯৯৯-এ কল পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে। অন্যদিকে রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। ঝালমুড়ি খেতে খেতে রেলপথ ধরে হাঁটছিলেন তাঁরা। এসময় রাজিব ও রিফাতসহ অভিযুক্ত তিনজন ওই দম্পতিকে দাঁড় করিয়ে পরিচয় জানতে চান। একপর্যায়ে ঘোড়াশাল রেল স্টেশন থেকে নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে মারপিট করেন তাঁরা। এরপর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন তিনজন। একপর্যায়ে সেখান থেকে ছুটে গিয়ে ৯৯৯-এ কল দেন গৃহবধূর স্বামী। এরপর ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে।
পরিদর্শক জহিরুল ইসলাম আরও জানান, গৃহবধূকে উদ্ধার করার পর তাঁর কাছ থেকে ঘটনার বর্ণনা শুনে রাতেই অভিযান চালিয়ে রাজিব ও রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরেক অভিযুক্তের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘আজ রোববার সকালে ভুক্তভোগী ও গ্রেপ্তারকৃত দুজনকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী গৃহবধূর শারীরিক পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেছেন গৃহবধূর স্বামী। আটক দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫