Ajker Patrika

ছিনতাইয়ে ধরা পড়লেই ব্লেড চালান নিজের শরীরে, ছুড়ে মারেন বিষ্ঠা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৯: ১২
Thumbnail image

রাজধানীর তেজগাঁওয়ে সোনারগাঁও রেলক্রসিং এলাকা থেকে হৃদয় মিয়া (১৮) নামের তালিকাভুক্ত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে হৃদয় প্রায়ই ব্লেড দিয়ে নিজের বুক-পেট কাটার কৌশল অবলম্বন করেন। শুধু তাই নয় কেউ ধরতে গেলে তাঁর গায়ে নিজের বিষ্ঠা ছুড়ে মারেন এবং নিজের গায়েও মাখিয়ে ফেলেন।

আজ মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহম্মদ মহসীন বলেন, ‘হৃদয় তেজগাঁও থানার তালিকাভুক্ত ছিনতাইকারী। দূরপাল্লার বাসের জানালার পাশে বসা যাত্রীদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যান। দূরপাল্লার বাসগুলো সাধারণত থামে না কিংবা যাত্রীরাও বাস থেকে নামেন না, তাই এসব যাত্রীদের টার্গেট করেন হৃদয়।’

এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘হৃদয় ছিনতাই করতে গিয়ে ধরা পরলে নিজের বুকে, পেটে ব্লেড মারতে থাকেন। তবুও কেউ ধরতে চাইলে তাঁর গায়ে পায়খানা ছুড়ে মারেন, এমনকি নিজের গায়েও মাখিয়ে ফেলেন।’

গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানাও রয়েছে বলে জানান মোহম্মদ মহসীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত