Ajker Patrika

বিয়ে না দেওয়ায় কিশোরীর মায়ের ওপর হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২২, ১১: ৪৩
বিয়ে না দেওয়ায় কিশোরীর মায়ের ওপর হামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) বিয়ে না দেওয়ায় ওই ছাত্রীর মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৫ জুন ওই মা থানায় লিখিত অভিযোগ করেন। তবে তাতে সুরাহা না পাওয়ার বদলে উল্টো হুমকি-ধমকি পাচ্ছেন। গতকাল বুধবার নিরাপত্তা চেয়ে আবার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরীকে অনেক দিন ধরেই বিরক্ত করতেন রাহাত (২২)। ১৫ জুন তিনি তাঁর স্বজনদের বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ওই ছাত্রীর মা এতে আপত্তি জানালে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দিলে কিশোরীর মাকে মারধর করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন রাহাত ও তাঁর সহযোগীরা। তাঁরা বাড়ির সামনে এসে গালিগালাজ করেন, এমনকি হত্যার হুমকিও দেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, ‘স্কুলছাত্রীকে বিরক্ত না করতে বলে এসেছি। আবার বিরক্ত করলে উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত