Ajker Patrika

ব্ল্যাকমেল করে বন্ধুর বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২২, ১২: ৩০
ব্ল্যাকমেল করে বন্ধুর বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পোশাক পরিবর্তনের ভিডিওকে হাতিয়ার বানিয়ে একাধিকবার বন্ধুর বোনকে ধর্ষণের অভিযোগ সাভারের এক যুবকের বিরুদ্ধে। আপত্তিকর সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার হওয়া যুবকের নাম রনি (২০)। তিনি সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকার বাসিন্দা। রনি পেশায় কাঠমিস্ত্রি। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী তার মা ও ভাইকে নিয়ে আশুলিয়ার ডেন্ডাবের পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকে। পাশাপাশি এলাকায় বসবাসের কারণে রনির পরিবারের সঙ্গে ভুক্তভোগীর পরিবারের সুসম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার বছর আগে রনির মা বিদেশে চলে যান। এরপর রনির বাবার অনুরোধে ভুক্তভোগী ওই পরিবার রনিকে তাদের বাসায় খাবারের ব্যবস্থা করে দেয়। ওই শিক্ষার্থীর মা স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। গত বছরের মাঝামাঝি সময়ে ভাই ও মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে রনি ওই শিক্ষার্থীর পোশাক পরিবর্তনের আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলশিক্ষার্থীকে গত বছরের ১ জুলাই দুপুরে ধর্ষণ করে। 

পরে আরও কয়েকবার ধর্ষণের শিকার হয় ওই শিক্ষার্থী। বিষয়টি নিয়ে মেয়েটি প্রতিবাদ করলে ভিডিও ছড়িয়ে না দেয়ার বিনিময়ে চলতি বছরের জানুয়ারির শেষের দিকে ১০ হাজার টাকা দাবি করে রনি। ভুক্তভোগী শিক্ষার্থী তার মাকে বিষয়টি খুলে বলে। পরে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্রামলেন্দু ঘোষ বলেন, ‘ভুক্তভোগী ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আজ দুপুরে রনিকে আদালতে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত