মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে রাবেয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত মো. শাহজাহান শুকুর আলীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বেলা ১২টার দিকে সদর উপজেলার বেংরুই গ্রামের একটি বাঁশঝাড় সংলগ্ন ডোবা থেকে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
বৃদ্ধা রাবেয়া নবগ্রাম ইউনিয়নের বেংরুই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। তাঁর দুই ছেলে ও দুই মেয়ের রয়েছে। অন্যদিকে অভিযুক্ত যুবক সদর উপজেলার বেংরুই এলাকার আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম তাঁর ছোট ছেলে আলামিন ও নাতিন তন্বীকে নিয়ে বেংরুই এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। পূর্ব শত্রুতার জেরে শনিবার বেলা ১১টার প্রতিবেশী শুকুর আলী বৃদ্ধাকে দুই বাড়ির মধ্যখানের একটি খাদে যান। সেখানে ধারালো বটি দিয়ে মাথাসহ ঘাড়ে একাধিক কোপ দিয়ে গলা বিচ্ছিন্ন করে হত্যা করে পালিয়ে যান।
পরে নিহতের বড় ছেলে আলী রেজার কাছ থেকে হত্যার খবর পেয়ে মানিকগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. টুটুল বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুকুর আলী হত্যার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি ও হত্যাকারীর রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। পরে বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার সরুপাই এলাকা থেকে শাহজাহান শুকুরকে গ্রেপ্তার করা হয়।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘ওই গ্রামেরই বখাটে যুবক শাহজাহান শুকুর আলী ধারালো বটি দিয়ে বৃদ্ধার গলা কেটে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে মো. মামুন বাদী হয়ে শাহজাহান শুক্কুর ও তাঁর বাবা আলাউদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মানিকগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
মানিকগঞ্জে রাবেয়া বেগম (৮০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত মো. শাহজাহান শুকুর আলীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বেলা ১২টার দিকে সদর উপজেলার বেংরুই গ্রামের একটি বাঁশঝাড় সংলগ্ন ডোবা থেকে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
বৃদ্ধা রাবেয়া নবগ্রাম ইউনিয়নের বেংরুই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। তাঁর দুই ছেলে ও দুই মেয়ের রয়েছে। অন্যদিকে অভিযুক্ত যুবক সদর উপজেলার বেংরুই এলাকার আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাবেয়া বেগম তাঁর ছোট ছেলে আলামিন ও নাতিন তন্বীকে নিয়ে বেংরুই এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। পূর্ব শত্রুতার জেরে শনিবার বেলা ১১টার প্রতিবেশী শুকুর আলী বৃদ্ধাকে দুই বাড়ির মধ্যখানের একটি খাদে যান। সেখানে ধারালো বটি দিয়ে মাথাসহ ঘাড়ে একাধিক কোপ দিয়ে গলা বিচ্ছিন্ন করে হত্যা করে পালিয়ে যান।
পরে নিহতের বড় ছেলে আলী রেজার কাছ থেকে হত্যার খবর পেয়ে মানিকগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ ডোবা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. টুটুল বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুকুর আলী হত্যার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বটি ও হত্যাকারীর রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে। পরে বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার সরুপাই এলাকা থেকে শাহজাহান শুকুরকে গ্রেপ্তার করা হয়।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ‘ওই গ্রামেরই বখাটে যুবক শাহজাহান শুকুর আলী ধারালো বটি দিয়ে বৃদ্ধার গলা কেটে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে মো. মামুন বাদী হয়ে শাহজাহান শুক্কুর ও তাঁর বাবা আলাউদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মানিকগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৪ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২০ দিন আগে