Ajker Patrika

অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্যের আনোয়ারুলের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্যের আনোয়ারুলের ৫ বছরের কারাদণ্ড

ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর আনোয়ারুল ইসলাম খানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আজ সোমবার এ রায় ঘোষণা করেন। 

কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও রায়ে বলা হয়। এ ছাড়া আত্মসাৎ করা ৩৯ লাখ ৭৫ হাজার ৮৭৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। 

আসামি আনোয়ারুল পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। এ সময় আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ জারি করেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুয়া বিল-ভাউচার দেখিয়ে চেকের মাধ্যমে ৩৯ লাখ ৭৫ হাজার ৮৭৮ টাকার আত্মসাৎ করেন আনোয়ারুল। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক এ কে এম বজলুর রশীদ ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি রমনা থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। এরপর ২০১৭ সালের ৮ জুন আনোয়ারুল ইসলাম ও মনিরুজ্জামানকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন কমিশনের উপ-সহকারী পরিচালক আজিজুল হক। অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতির আবেদন করা হয়। পরবর্তীতে চার আসামিকে অব্যাহতি দিয়ে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 

মামলার বিচার চলাকালে আসামি মনিরুজ্জামান মারা যান। মামলার বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত