নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনা শুধু নারী সমাজের জন্য নয়, গোটা দেশের জন্যই লজ্জাজনক। ওই নারীর বিষয়ে যে ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছিলেন, সেই সিএনজি অটোরিকশা চালক আবুল কালামকে আইনশৃঙ্খলা বাহিনী এখনো গ্রেপ্তার করতে পারেনি।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে হবিগঞ্জের চুনারুঘাটে বেআইনি সালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু নারী নিপীড়নকারীরা বারবারই পার পেয়ে যাচ্ছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমকর্মীরা গ্রেপ্তার হন, কিন্তু নারী নিপীড়নকারীরা কেন হন না সেই প্রশ্ন তোলেন তাঁরা।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘২০২৩ সালে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশে বেআইনি সালিসে নারীর প্রতি এমন মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় আমরা বাকরুদ্ধ। যে ব্যক্তি ওই নারীর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করলেন, সেই সিএনজি অটোরিকশা চালক আবুল কালামকে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করতে হবে।’
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু চুনারুঘাটের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনা দেশের অগ্রযাত্রায় নারীর অবদানকে ম্লান করেছে। দেশের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই হবে না, সমাজে নারীর প্রতি বৈষম্যমূলক ধ্যানধারণা পরিবর্তন করতে হবে। এখনো নারী বিরোধী, প্রগতিবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বিভিন্নভাবে নারীকে পিছিয়ে রাখার জন্য তৎপর রয়েছে। এই গোষ্ঠী এখনো দেশের সংস্কৃতি চর্চা বন্ধ করার জন্য তৎপর রয়েছে। তিনি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও এ দেশে অপ সামাজিক শক্তি সক্রিয় রয়েছে। এই ঘটনাটি শুধু নারীর ইস্যু নয় বরং একটি সমাজ কতটা পিছিয়ে যাচ্ছে এটি তার প্রতিফলন।
মানববন্ধন কর্মসূচিতে নারী ঐক্য পরিষদের সদস্যরা সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, চুনারুঘাটের ঘটনাটি ১৯৯৩ সালের সিলেটের ছাতকছড়ার নুরজাহানের কথা মনে করিয়ে দেয়। তাঁরা বলেন, সমতাপূর্ণ সমাজ গঠন করতে হলে নারীর প্রতি সহিংসতা নির্মূল করতে হবে। সংবিধানের ৩৫ নম্বর অনুচ্ছেদে বলা আছে আদালত ছাড়া কাউকে শাস্তি দেওয়া যাবে না। এ ছাড়া বেআইনি সালিস এবং সালিসে শাস্তি দেওয়া অপরাধ। তারপরেও দেশের বিভিন্ন স্থানে এখনো সালিসের নামে নারীর প্রতি মধ্যযুগীয় বর্বরতা চালানো হচ্ছে।
অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনা শুধু নারী সমাজের জন্য নয়, গোটা দেশের জন্যই লজ্জাজনক। ওই নারীর বিষয়ে যে ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছিলেন, সেই সিএনজি অটোরিকশা চালক আবুল কালামকে আইনশৃঙ্খলা বাহিনী এখনো গ্রেপ্তার করতে পারেনি।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে হবিগঞ্জের চুনারুঘাটে বেআইনি সালিসে নারীকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু নারী নিপীড়নকারীরা বারবারই পার পেয়ে যাচ্ছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমকর্মীরা গ্রেপ্তার হন, কিন্তু নারী নিপীড়নকারীরা কেন হন না সেই প্রশ্ন তোলেন তাঁরা।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘২০২৩ সালে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশে বেআইনি সালিসে নারীর প্রতি এমন মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় আমরা বাকরুদ্ধ। যে ব্যক্তি ওই নারীর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করলেন, সেই সিএনজি অটোরিকশা চালক আবুল কালামকে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করতে হবে।’
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু চুনারুঘাটের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনা দেশের অগ্রযাত্রায় নারীর অবদানকে ম্লান করেছে। দেশের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই হবে না, সমাজে নারীর প্রতি বৈষম্যমূলক ধ্যানধারণা পরিবর্তন করতে হবে। এখনো নারী বিরোধী, প্রগতিবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বিভিন্নভাবে নারীকে পিছিয়ে রাখার জন্য তৎপর রয়েছে। এই গোষ্ঠী এখনো দেশের সংস্কৃতি চর্চা বন্ধ করার জন্য তৎপর রয়েছে। তিনি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও এ দেশে অপ সামাজিক শক্তি সক্রিয় রয়েছে। এই ঘটনাটি শুধু নারীর ইস্যু নয় বরং একটি সমাজ কতটা পিছিয়ে যাচ্ছে এটি তার প্রতিফলন।
মানববন্ধন কর্মসূচিতে নারী ঐক্য পরিষদের সদস্যরা সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, চুনারুঘাটের ঘটনাটি ১৯৯৩ সালের সিলেটের ছাতকছড়ার নুরজাহানের কথা মনে করিয়ে দেয়। তাঁরা বলেন, সমতাপূর্ণ সমাজ গঠন করতে হলে নারীর প্রতি সহিংসতা নির্মূল করতে হবে। সংবিধানের ৩৫ নম্বর অনুচ্ছেদে বলা আছে আদালত ছাড়া কাউকে শাস্তি দেওয়া যাবে না। এ ছাড়া বেআইনি সালিস এবং সালিসে শাস্তি দেওয়া অপরাধ। তারপরেও দেশের বিভিন্ন স্থানে এখনো সালিসের নামে নারীর প্রতি মধ্যযুগীয় বর্বরতা চালানো হচ্ছে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪