Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে আটক ৫

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে আটক ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ী ও তিন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব-১১। আজ সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ সময় তাঁদের হেফাজত হতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় ও চাঁদাবাজির নগদ ৮ হাজার ৭১৫ টাকা উদ্ধার করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার কোতোয়ালির জোড়ামোহর এলাকার আঃ সাত্তারের ছেলে মো. আতিক হোসেন (২৫), বরিশালের মুলাদির গুয়াবাড়ীয়া এলাকার সৈয়দ আমির হোসেনের ছেলে সৈয়দ মাহমুদ হোসেন (৩১), মো. রুহুল আমিন (৫২) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর কামারখাড়া এলাকার মৃত জামান মাতবরের ছেলে, মো. সাইফুল ইসলাম (৩১) সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার ফজলুল হকের ছেলে এবং মো. মিরাজ হাওলাদার (২৯) ভোলা জেলার দৌলতখানের দৌলতখান এলাকার হজরত আলীর ছেলে। 

র‍্যাব জানায়, আটককৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী ব্যবসায়ীদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। তাঁদের চাঁদাবাজিতে ফুটপাতের ব্যবসায়ীরা অতিষ্ঠ। 

আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত